শনিবার ডাবল হেডারের ম্যাচে মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে গুজরাত টাইটান্স (Gujarat Titans) বনাম কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। সেই ম্যাচে টসে জিতে চমকে দিলেন গুজরাতের অধিনায়ক হার্দিক পান্ডিয়া ( Hardik Pandya)। টসে জিতে প্রথমে ব্যাট নিয়ে চলতি আইপিএলে (IPL) নজির গড়লেন তিনি। চলতি আইপিএলে এতদিন ৩৪টি ম্যাচে টসে জেতা দল ফিল্ডিং নিয়েছিল। সেই প্রথারই বদল আনলেন হার্দিক।

টসে জিতে হার্দিক বলেন, “আমরা নিজেদের শক্তি সঞ্চয় করতে চাই। তাই গরম থাকায় আগে ব্যাট করে নেওয়াই ভাল। তাই ব্যাটিং নিয়েছি।”
গত ম্যাচে ছিলেন না গুজরাত অধিনায়ক। সেই নিয়েও মুখ খোলেন হার্দিক। এই নিয়ে তিনি বলেন,” সাবধানতা বজায় নিতেই আগের ম্যাচে খেলিনি। কারণ তার পরে আমাদের পাঁচ দিনের বিরতি ছিল। তাই এক সপ্তাহের একটা বিরতি নিতে চেয়েছিলাম।”

আরও পড়ুন:এই মুহূর্তে জীবনের সেরা ফর্মে রয়েছি’, বললেন রাজস্থানের তারকা ব্যাটার বাটলার
