Tuesday, December 2, 2025

বিহারের রাজনীতিতে নয়া সমীকরণ! রাবড়ির বাড়ির ইফতারে নীতিশ

Date:

Share post:

রাজনীতিতে পালাবদল নতুন কথা নয়। মাঝে মধ্যেই রং বদল হয় রাজনৈতিক নেতাদের। এবার বিহারের (Bihar) রাজনীতিতে নয়া গুজব। নীতিশ কুমার কি শিবির বদলাচ্ছেন? জল্পনার সূত্রপাত, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবীর (Rabri Devi) বাড়িতে ইফতার পার্টিতে। সেখানে উপস্থিত ছিলেন বর্তমান মুখ্য়মন্ত্রী নীতীশ কুমার (Nitish Kumar)। তাহলে কি বিহারে রাজনৈতিক পালাবদল?

যদিও এই গুজব উড়িয়েছেন লালুপুত্র তেজস্বী যাদব (Tejaswi Yadav)। তিনি বলেন, সব দলের নেতাদেরই আমন্ত্রণ জানানো হয়েছিল। বিজেপি থেকে জেডিইউ, এলজেপি (JDU, LGP)- সবাই ছিলেন আমন্ত্রণের তালিকায়। ইফতারের এটাই ঐতিহ্য বলে মন্তব্য করেন তেজস্বী যাদব। তবে, লালুর আরেক ছেলে তেজপ্রতাপের কথায় গুজব জোরাল হয়েছে। তিনি বলেন, এর আগে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সামনে ‘নো এন্ট্রি’ (No Entry) বোর্ড টাঙানো ছিল তাদের তরফ থেকে। এবার ‘নীতীশ চাচাজি’ বোর্ড টাঙানো হয়েছে। তবে সরকারের এটা কোনও প্রভাব পড়বে কি না সেই বিষয়টি গোপন রাখতে চান তেজপ্রতাপ।

আরও পড়ুন-ধর্ষণে বাধা দেওয়ায় ৫ জনকে খুন! যোগী সরকারের তীব্র নিন্দা তৃণমূলের

প্রাক্তন শরিক আরজেডির সঙ্গে নীতীশের (Nitish Kumar) সম্পর্ক এখন মোটেও ভালো নয়। বিশেষ করে তেজস্বীর সঙ্গে টানাপোড়েনের জেরেই জোট ভেঙেছিল। সেই আবহে পাঁচ বছর বাদে তাঁরই ইফতার পার্টিতে নীতীশের যোগদান সমীকরণের জল্পনা উস্কে দিয়েছে।

জল্পনাকে আরও উসকে দিয়েছেন আরজেডির তেজপ্রতাপ যাদব। সংবাদ সংস্থা এএনআইকে তিনি জানাচ্ছেন, কিন্তু এর একেবারে বিপরীত মেরুতে রয়েছেন তেজস্বী। সমস্ত জল্পনা উড়িয়ে বিরোধী দলনেতার মন্তব্য, ওয়াকিবহাল মহলের ধারণা, এখনই এত কিছু বলা যাবে না নীতীশের পদক্ষেপ ঘিরে। এজন্য আরও অপেক্ষা করতে হবে বলেই মত তাদের।

উল্লেখ্য়, শুক্রবার ইফতার পার্টির আয়োজন হয় রাবড়ি দেবীর বাড়িতে। প্রায় ৫০ মিটার হেঁটেই পৌঁছন নীতীশ। পার্টিতে ছিলেন এলজেপির চিরাগ পাসোয়ানও। এদিন দেখা যায় নীতীশের পা ছুঁয়ে প্রণাম করছেন রামবিলাস পাসোয়ানের পুত্র।



spot_img

Related articles

স্বর্ণ ব্যবসায়ী খুনে নাম জড়ানো প্রশান্ত বর্মনের আগাম জামিনের বিরোধিতা পুলিশের

স্বর্ণ ব্যবসায়ী খুনে নাম জড়ানো রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের (Prasanta Barman) আগাম জামিনের বিরোধিতা করল বিধাননগর পুলিশ কমিশনারেট...

মিনি নিলামে সিএসকে-কেকেআরের হাতেই বেশি টাকা, নজরে তারকা অজি পেসার

মহিলাদের প্রিমিয়ার লিগের নিলাম শেষ হতেই কাউনডাউন শুরু হয়ে গিয়েছে আইপিএল নিলামের। এবার অবশ্য আইপিএলের মিনি নিলাম(IPL Mini...

ইমরান খান কি জীবিত? পাকিস্তান অচল করতে বিক্ষোভ PTI-এর, রাওয়ালপিন্ডিতে জারি ১৪৪ ধারা

ইমরান খান(Imran Khan) কি জীবিত? তাঁর সঙ্গে দেখা করার দাবিতে মঙ্গলবার পাকিস্তানের ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে বিক্ষোভ পাকিস্তান তেহরিক...

রাঁচির চ্যাটার্ড অ্যাক্যাউন্টেন্টের ৯০০ কোটি টাকার সম্পত্তি! কয়েক কোটি নগদ উদ্ধার ইডির 

ফের টাকার পাহাড় উদ্ধার। মঙ্গলবার সকালে রাঁচির (Ranchi) এক চ্যাটার্ড অ্যাক্যাউন্টেন্ট নরেশ কুমার কেজরিওয়ালের (Naresh Kumar Kejriwal) বাড়ি...