Tuesday, November 11, 2025

৪৯-এ পা ক্রিকেট ইশ্বরের, ফিরে দেখা সোনালী মুহূর্ত, সচিনকে ‘বিরাট’ শুভেচ্ছা হরভজনদের

Date:

আজ ২৪ এপ্রিল। ক্রিকেট ইশ্বর সচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar) জন্মদিন। রবিবার ৪৯ বছর বয়সে পা দিলেন মাস্টার ব্লাস্টার। তার জন্মদিনে ফিরে দেখা কিছু সোনালী মুহুর্ত।

মাত্র ১৬ বছর ২০৫ দিন বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেছিল সচিন। ২৪ বছর ধরে তার খেলা দিয়ে ভক্তদের প্রচুর বিনোদন দিয়েছেন। এই সোনালি যাত্রায় সচিন এত বেশি রেকর্ড করেন যে তাঁকে ‘ক্রিকেটের ঈশ্বর’-এর মর্যাদা দেওয়া হয়।

সচিন তেন্ডুকর ৬৬৪ আন্তর্জাতিক ম্যাচে রেকর্ড ৩৪ হাজার ৩৫৭ রান করেছেন। সচিনের ঝুলিতে রয়েছে  ১০০টি সেঞ্চুরি এবং ১৬৪টি হাফ সেঞ্চুরি। বোলিংয়েও তিনি জাদু দেখিয়েছেন এবং নিজের নামে ২০১টি উইকেট নিয়েছেন। সচিন তেন্ডুলকর তাঁর ক্রিকেট কেরিয়ারে ভারতীয় দলের জার্সিতে খেলে প্রচুর রান করেছিলেন কিন্তু খুব কম মানুষই জানেন যে একবার শচীনকে পাকিস্তান দলের হয়েও মাঠে নামতে হয়েছিল, তাও ভারতীয় দলের বিরুদ্ধে।

ম্যাচটি অনুষ্ঠিত হয় ব্র্যাবোর্নে । এটি ১৯৮৭ সাল, যখন সচিন তেন্ডুকরের আন্তর্জাতিক অভিষেকও ঘটেনি। সে বছর পাকিস্তানি দল ভারতে এসেছিল পাঁচটি টেস্ট ম্যাচ ও ছয়টি ওয়ানডে খেলতে। সিরিজ শুরুর আগে, ২০ জানুয়ারী ১৯৮৭, মুম্বইয়ের ব্র্যাবোর্ন স্টেডিয়ামে ভারত ও পাকিস্তানের মধ্যে ৪০ ওভারের একটি প্রদর্শনী ম্যাচ খেলা হয়েছিল।

ওই ম্যাচে জাভেদ মিয়াঁদাদ ও আবদুল কাদির লাঞ্চের সময় মাঠের বাইরে চলে যান। এমন পরিস্থিতিতে ভারতীয় ইনিংসের সময় পাকিস্তান দলের বিকল্প ফিল্ডার হিসেবে মাঠে নামেন ১৩ বছর বয়সী সচিন তেন্ডুকর। পাকিস্তানের অধিনায়ক ইমরান খান তাকে ওয়াইড লং অন পোস্ট করেছিলেন। সচিন তাঁর আত্মজীবনী ‘প্লেয়িং ইট মাই ওয়ে’তে এটি উল্লেখ করেছেন।

এদিকে সচিন তেন্ডুলকরের ৪৯তম জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানালেন বিরাট কোহলি , হরভজন সিংরা। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে বিরাট সচিনের সঙ্গে তাঁর একটি ছবি পোস্ট করে লেখেন, “তাঁকে জন্মদিনের শুভেচ্ছা, যাঁর ক্রিকেট নামক খেলাটির প্রতি প্যাশন অসংখ্য মানুষকে প্রেরণা দিয়েছে। বছরটা আপনার দুর্দান্ত কাটুক পাজি।”

প্রাক্তন ক্রিকেটার হরভজন সিং । লিখেছেন, “পাজি তোমাকে জন্মদিনের অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। পৃথিবীর সব খুশি যেন তুমি পাও, এই কামনা করি। বিশেষ দিনটা খুব ভালভাবে কাটিও। জৈব বলয় থেকে বেরিয়ে যাওয়ার পর আমরা সেলিব্রেট করব।”

শুভেচ্ছা জানিয়েছে বিসিসিআই-ও।

আরও পড়ুন:RCB: হায়দরাবাদের বিরুদ্ধে হার দিয়ে শিক্ষা নিতে মরিয়া আরসিবি অধিনায়ক

 

 

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...
Exit mobile version