Saturday, January 17, 2026

জোড়া মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ২১ মে পর্যন্ত সময় চেয়ে সিবিআইকে চিঠি অনুব্রতর

Date:

Share post:

জোড়া মামলায় সিবিআইয়ের তরফে জিজ্ঞাসাবাদের জন্য বার বার তলব করা হলেও অসুস্থতার কারণে উপস্থিত থাকেননি বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। এহেন পরিস্থিতিতে মাঝেই এবার সিবিআইকে চিঠি লিখলেন অনুব্রত। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে লেখা চিঠিতে অনুব্রত স্পষ্ট ভাবে জানিয়েছেন, ২১ মের আগে জিজ্ঞাসাবাদের জন্য উপস্থিত হতে পারবেন না তিনি। তবে ২১ মের পর কলকাতায় জিজ্ঞাসাবাদের জন্য তিনি তৈরি।

ভোট-পরবর্তী সন্ত্রাস ও গরু পাচার মামলায় সিবিআইয়ের তরফে দফায় দফায় তলব করার পর সোমবার আইনজীবী মারফত সিবিআইকে চিঠি দেন অনুব্রত। চিঠিতে তিনি জানিয়েছেন, ২১ মের পর কলকাতায় জিজ্ঞাসাবাদের জন্য তৈরি থাকবেন তিনি। ২১ মে-র পরে কথা বলে যেখানে ঠিক হবে, সেখানে জিজ্ঞাসাবাদ করা যাবে। আলোচনার পর জায়গা ঠিক করে জিজ্ঞাসাবাদ করতে পারবেন সিবিআই আধিকারিকরা। সিবিআইয়ের অ্যান্টি করাপশন ব্রাঞ্চ, স্পেশাল ক্রাইম ব্রাঞ্চে এই চিঠি পাঠিয়েছেন অনুব্রত মন্ডল।

আরও পড়ুন:KIFF: চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে মুখ্যমন্ত্রীর, উদ্যোগকে কুর্ণিশ রাজ থেকে রঞ্জিতের

উল্লেখ্য, জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর গরু পাচার মামলায় গত শনিবার তাঁকে ষষ্ঠ বারের জন্য তলব করে সিবিআই। পাশাপাশি গত রবিবার ভোট-পরবর্তী হিংসা মামলায় সিজিও কমপ্লেক্সে ডাকা হয় তাঁকে। দুটি ক্ষেত্রেই অসুস্থতার কারণে উপস্থিত থাকেননি তিনি। এবার জিজ্ঞাসাবাদে উপস্থিত হতে চেয়ে শর্তসহ সিবিআইকে চিঠি দিলেন অনুব্রত মণ্ডল।




spot_img

Related articles

বিচার পেতে উত্তর থেকে কলকাতা আর নয়: শনিতে মুখ্যমন্ত্রীর হাতে উদ্বোধন সার্কিট বেঞ্চের

ভারতীয় রেলের পরিষেবা যে আর সাধারণ মানুষের নাগালের মধ্যে বিজেপি জমানায় থাকবে না, তার অন্যতম উদাহরণ বন্দে ভারত...

অ্যাকাডেমির মক্কা দর্শন থেকে টলিউড পরিচালকরা: অকপট ‘নাটককার’ ব্রাত্য

সাম্প্রতিক সময়ে বেশ কয়েকবার আলোড়ন ফেলা গুরুত্বপূর্ণ কিছু নাটক তাঁর হাত থেকেই উঠে এসেছে। রাজ্যের মন্ত্রিত্ব সামলানোর পাশাপাশি...

রাজ্যের সিলিকন ভ্যালিতে জমি গ্রহণ ৪১ সংস্থার: ASSOCHAM-এ দাবি সচিব শুভাঞ্জনের

শিল্পের উপযুক্ত পরিকাঠামো তৈরি করে বাংলাকে শিল্পদ্যোগীদের গন্তব্যে পরিণত করার দিকে প্রতিদিন নতুন নতুন ধাপ ফেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী...

মোদির সফরের আগেই মালদহে SIR-মৃত্যু: শুনানি আতঙ্কে মৃত আরও ২

চলতি এসআইআর প্রক্রিয়া রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়ের থেকে অনেক বেশি আদিবাসী বা মতুয়া রাজবংশী সম্প্রদায়ের মানুষকে অনিশ্চয়তার মুখে ঠেলে...