Thursday, August 21, 2025

আগামী মুরশুমে বাংলার (Bengal)কোচ অরুণ লাল (Arun Lal) থাকছেন কিনা, তা নিয়ে জল্পনা শোনা গিয়েছিল। রবিবার সেই জল্পনার অবসান ঘটালেন সিএবি (CAB) সচিব স্নেহাশিস গঙ্গোপাধ্যায় (Snehashis Ganguly) । তিনি জানালেন, বাংলার বর্তমান কোচিং স্টাফেই আস্থা রাখছে সিএবি। অরুণ লালের প্রশিক্ষণাধীন বাংলা দল এবারের রঞ্জি ট্রফিতে ভাল পারফরম্যান্স করছে। শেষবার রঞ্জি ফাইনালও খেলেছিল বাংলা। এবারও এলিট গ্রুপে শীর্ষে থেকে নক-আউটে গিয়েছে দল। তাই ক্রিকেটারদের পাশাপাশি কোচিং স্টাফদের পারফরম্যান্সেও সন্তুষ্ট সিএবি। কিন্তু মরশুম শেষ না হলেও আগামীর ভাবনাও শুরু করেছেন কর্তারা। তবে এখনই তা নিয়ে সব কিছু সামনে আনতে চান না তাঁরা।

সিএবি সূত্রে খবর, আগামী মরশুমে কোচ হিসেবে থাকতে চাইছেন না অরুণ। তিনি নাকি সিএবি-কে তা জানিয়েও রেখেছেন। এই মরশুমেই শেষ হচ্ছে অরুণের চুক্তির মেয়াদ। তাই আগাম পরিকল্পনা করতেই হচ্ছে সিএবি-কে। তবে আগামী মরশুমে বাংলার কোচ হওয়ার দৌড়ে কয়েকজন প্রাক্তন ক্রিকেটারের নাম সামনে আসায় বিরক্ত ও ক্ষুব্ধ কর্তারা।

সিএবি সচিব স্নেহাশিস গঙ্গোপাধ্যায় রীতিমতো বিবৃতি দিয়ে বলেছেন, এই খবর সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। তিনি বলেন, ‘‘এসব ভিত্তিহীন খবর। মাঝ মরশুমে এই ধরনের গুজব দলের জন্য ক্ষতিকর, যখন বাংলা এখন ভাল ক্রিকেট খেলছে। ২০২০ সালে অরুণ লালের প্রশিক্ষণে বাংলা রঞ্জি ফাইনাল খেলেছে এবং এই মরশুমে আমরা কোয়ার্টার ফাইনালে। দল খুব ভাল খেলছে। কোচিং স্টাফ দুর্দান্ত কাজ করছে। সিএবি খুবই খুশি বর্তমান সিস্টেমে। এই অবস্থায় যে কোনও ধরনের নেতিবাচক খবর বিরূপ প্রভাব ফেলতে পারে দলে।’’

আরও পড়ুন:Kl Rahul: মুম্বই ম‍্যাচে সেরার শিরোপা নিয়ে মজাদার উত্তর কে এল রাহুলের

Related articles

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...
Exit mobile version