Wednesday, November 12, 2025

করোনা (Corona)মোকাবিলায় তৎপর প্রশাসন। চতুর্থ ঢেউ এর প্রভাব থেকে শিশুদের বাঁচাতে এবার জরুরিকালীন ভিত্তিতে কোভ্যাক্সিন(Covaxin) দেওয়ার অনুমতি মিলল,স্বস্তিতে অভিভাবকরা।

দাপট দেখাচ্ছে করোনা (Corona) ভাইরাস, লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ। মঙ্গলবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা (Corona) আক্রান্ত হয়েছেন ২ হাজার ৪৮৩ জন। গতকাল সংখ্যাটা আড়াই হাজারের সামান্য বেশি। আশঙ্কা করা হচ্ছে করোনার চতুর্থ ঢেউ এর প্রভাব সবথেকে বেশি পড়তে পারে শিশুদের উপর। তাই এবার জরুরিকালীন ভিত্তিতে শিশুদের টিকাকরণে মিলল ছাড়পত্র। ৬ থেকে ১২ বছর বয়সী শিশুদের ক্ষেত্রে ভারত বায়োটেকের (Bharat Biotech) তৈরি কোভ্যাক্সিন(Covaxin) ব্যবহার করা যাবে জানালো ডিসিজিআই(DCGI)।

সার্বিকভাবে এখনও দেশের দৈনিক করোনা পরিসংখ্যান বেশ উদ্বেগের। চিকিৎসকেরা বারবার বলছেন যত দ্রুত সম্ভব টিকাকরণ প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। এই অবস্থায় ভারতের ড্রাগস কন্ট্রোলার জেনারেল বা ডিসিজিআই (DCGI), ভারত বায়োটেকের তৈরি কোভ্যাক্সিনকে ৬ থেকে ১২ বছর বয়সী শিশুদের উপর জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে। যদিও কবে থেকে এই ভ্যাকসিন দেওয়া শুরু হবে তা এখনও স্পষ্ট করে কিছু জানানো হয় নি কেন্দ্রের তরফে।

প্রসঙ্গত ১২ থেকে ১৮ বছর বয়সীদের টিকা দেওয়ার কাজ চলছে। এবার ৬ থেকে ১২ বছরের শিশুদের কোভ্যাক্সিন দেওয়া শুরু হলে তা যথেষ্ট কার্যকরী হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য জানাচ্ছে, এখনও পর্যন্ত দেশে মোট ১৮৭ কোটি ৯৫ লক্ষের বেশি ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে।

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version