Saturday, August 23, 2025

ফের কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ালেন ব্যারাকপুরের (Barrackpore) বিজেপি সাংসদ অর্জুন সিং(Arjun Sing)। বাংলার পাট শিল্পকে (Jute industry) ধ্বংসের চেষ্টা করছে কেন্দ্রে। অর্জুনের নিশানায় মোদি সরকারের শিল্প-বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল (Piyush Goyel)। একইসঙ্গে এবার সাংসদ অর্জুন সিংয়ের(Arjun Sing) নিশানায় জুট কমিশনার মলয়চন্দন চক্রবর্তী।

বিজেপি সাংসদ হয়েও কার্যত রাজ্য সরকারের হয়ে এবার সরাসরি ব্যাট ধরলেন অর্জুন সিং। তাঁর অভিযোগ, রাজ্য সরকারের সরকারের বিরুদ্ধে অসত্য বলা হচ্ছে। গোটা ঘটনায় একটি ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করারও দাবি তুলেছেন বিজেপি সাংসদ।

প্রসঙ্গত, জুট কমিশনের দু’টি বৈঠক হয় গতবছর ২৬ নভেম্বর এবং ৬ ডিসেম্বর। সেই বৈঠকে জুট কমিশনার জানিয়েছিলেন, রাজ্য সরকার মেনে নিয়েছিল যে কুইন্টাল প্রতি পাটের দাম ৬ হাজার টাকা করা হবে। তবে অর্জুন সিংয়ের দাবি, জুট কমিশনার (Jute commissioner) অসত্য তথ্য দিচ্ছেন। এই দর রাজ্য সরকার মেনে নেয়নি সেই বৈঠকগুলিতে। কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়ালকে জানালেও তিনি পদক্ষেপ নিচ্ছেন না।

ফের মোদি সরকারের মন্ত্রীর বিরুদ্ধে ক্ষোভ উগরে সরাসরি আন্দোলনে নামার ডাক দিলেন অর্জুন সিং। তিনি সাফ জানিয়েছেন, জুট কর্পোরেশনের দুর্নীতির কারণেই পাটশিল্প ধ্বংসের মুখে। কাঁচা পাটের ঊর্ধ্বসীমা বেঁধে দেওয়ার সিদ্ধান্ত না বদলালে আন্দোলনে নামতে হবে। প্রয়োজনে জুট কমিশনের দফতর ঘেরাও করা হবে।

সবমিলিয়ে কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গয়ালের পর জুট কমিশনার মলয়চন্দন চক্রবর্তীকেও টার্গেট করেছেন অর্জুন। পাট শিল্প নিয়ে সমস্যার সমাধান চেয়ে কেন্দ্রকে নির্দিষ্ট সময় বেঁধে দিয়েছেন অর্জুন। অন্যথায় তাঁর বিজেপি ত্যাগ যে সময়ের অপেক্ষা সেটাও ছত্রে ছত্রে বুঝিয়ে দিচ্ছেন ব্যারাকপুরের সাংসদ।

Related articles

ফের ডুরান্ড কাপ জয় নর্থইস্টের

প্রতিযোগিতায় দুরন্ত শুরুটা করলেও শেষরক্ষা করতে পারল না। একটানা ম্যাচ। নর্থইস্ট ইউনাইটেডের(North East United) বিরুদ্ধে খানিকটা ক্লান্তিটাই যেন...

‘মাখন চোর’ বলা যাবে না! কৃষ্ণের লীলা বদলানোর চেষ্টা মধ্যপ্রদেশে, কড়া জবাব বিরোধীদের

এবার বিজেপি শাসিত মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর আজব দাবি! কৃষ্ণের লীলা বদলানোর চেষ্টা করছে গেরুয়া শিবির। শ্রীকৃষ্ণকে ‘মাখন চোর’ বলায়...

মোদি-শাহ যেখানে যাবে, সেখানেই জিতবে তৃণমূল

মোদি-শাহ বাংলার যেখানে পা দেবে সেখানেই জিতবে তৃণমূল কংগ্রেস (TMC)। ওরা যত ডেইলি প্যাসেঞ্জারি করবে তত ভোট বাড়বে...

বাংলা ভাষার অপমান মানব না, সরব গর্বিত বাঙালি ঋতুপর্ণা

বিজেপি রাজ্যে বাংলাভাষীদের হেনস্থা, ক্রমাগত বাংলা ভাষার অপমানে গর্জে উঠেছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। বাংলা ভাষা ও বাঙালির...
Exit mobile version