Monday, August 25, 2025

গরমের জেরে বিপাকে বঙ্গবাসী।নাজেহাল দশা আমজনতা থেকে শুরু করে প্রায় প্রত্যেকেরই। তবে এর মাঝে শুরু হয়েছে সিনে উৎসব(Film Festival) । সোমবার থেকে শুরু হয়েছে ২৭তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (27th KIFF2022)। তারকাখচিত উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে নজরুল মঞ্চে(Nazrul Mancha)। সাতদিনব্যাপি অনুষ্ঠান চলার কথা, আর দ্বিতীয় দিনেই বিপত্তি। সিনেমা প্রদর্শন চলাকালীন হঠাৎ বন্ধ নন্দন ১-এর (Nandan 1) স্ক্রিন। চড়া গরমের কারণেই নাকি এই কান্ড।

মঙ্গলবারটা অমঙ্গলজনক হয়ে গেল চলচ্চিত্র উৎসবপ্রেমীদের কাছে। কলকাতার আবেগের সঙ্গে জড়িয়ে নন্দনে সিনেমা দেখার আমেজ, আর সেই ঐতিহ্যের নন্দনেই বিপত্তি। শোনা যাচ্ছে, মঙ্গলবার বিকেলে নন্দন ১ প্রেক্ষাগৃহে শো ১০ থেকে ১৫ মিনিট বন্ধ রাখা হয়। কিন্তু কেন? তীব্র গরমে নাকি সার্ভার কাজ করছিল না। সেই কারণেই এই বিপত্তি বলে জানা যাচ্ছে। যদিও নন্দন সিনেমা হলের সঙ্গে যোগাযোগ করা হলে জানানো হয়, এমন কোনও বিষয় ঘটেনি। মিনিট দশেকের জন্য সামান্য প্রযুক্তিগত সমস্যা হয়েছিল। তৎপরতার সঙ্গে সারিয়ে ফেলা হয়। কিন্তু ততক্ষনে সকলেই ভেবে নিয়েছেন গরমের কারণে নন্দনে সিনেমা প্রদর্শন বন্ধ হয়েছে। নন্দন কর্তৃপক্ষ জানাচ্ছে এমন ঘটনা ঘটার সম্ভাবনাই নেই। কারণ প্রজেকশন রুম শীততাপ নিয়ন্ত্রিত, গরমের কারণে সমস্যা তৈরি হওয়ার কোনও কারণ নেই।

Sreelekha Mitra: চলচ্চিত্র উৎসবে আমন্ত্রণ না পাওয়া নিয়ে কী বলছেন শ্রীলেখা

উল্লেখ্য, এই বছরের কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মোট চল্লিশটি দেশের মোট ১৬৩টি সিনেমা দেখা হবে শহরের ১০টি প্রেক্ষাগৃহে। এবারের উৎসবে ফোকাস কান্ট্রি ফিনল্যান্ড। প শতবর্ষ উপলক্ষে সম্মান জানানো হচ্ছে সত্যজিৎ রায়, চিদানন্দ দাশগুপ্তর মতো কিংবদন্তিকে। এমন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যান্ত্রিক ত্রুটি কি কাম্য? কিছুটা হলেও ক্ষুণ্ণ হয়েছেন সিনেপ্রেমীরা।

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version