Tuesday, November 4, 2025

কেন্দ্রকে তোপ দেগে এবার অর্জুনের পাশে দিলীপ! মুষল পর্বে আরও অস্বস্তি গেরুয়া শিবিরে

Date:

রাজ্যের পাট শিল্প বন্ধ করতে চাইছে মোদি সরকার। কেন্দ্রের শিল্প-বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েলের কাছে বিষয়টি নিয়ে একাধিকবার দরবার করেও কোনও লাভ হয়নি। শুধু মন্ত্রী নয়, রাজ্য সরকারের হয়ে ব্যাট ধরে জুট কমিশনারকেও তোপ দেগেছেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ। এমনকি, পাট শিল্প ও শ্রমিকদের স্বার্থে অর্জুন রাজ্যের শাসক দল তৃণমূলের কোনও আন্দোলনেও সামিল হওয়ার বার্তা দিয়েছেন। প্লাস্টিক লবির চাপেই কেন্দ্রীয় সরকার বাংলার পাট শিল্পকে ধ্বংস করছে। চরম দুর্নীতি তৈরি হয়েছে। লুকনো তথ্য খুঁজে বের করতে আমি ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠনের দাবিও করেছেন তিনি।

রাজ্য বিজেপির মুষল পর্বে অর্জুনের এমন ভূমিকা আরও অস্বস্তি বাড়িয়ে দিয়েছে গেরুয়া শিবিরের অন্দরে। এবার অর্জুনকে আরও ইন্ধন দিলেন খোদ দিলীপ ঘোষ। ‘বিদ্রোহী’ সাংসদ অর্জুন সিংয়ের পাশে দাঁড়িয়ে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ জানালেন, ‘অর্জুন সিংয়ের বক্তব্য গুরুত্ব দিয়ে শোনা উচিত। কারও একার উদ্যোগে কিছু হবে না। সমস্যার সমাধানের সদিচ্ছারও প্রয়োজন। আমি যখন রাজ্যে দলের দায়িত্বে ছিলাম, তখন একই কারণে তৎকালীন কেন্দ্রীয় মন্ত্রী সন্তোষকুমার গঙ্গওয়ারের সঙ্গে দেখা করেছি।’

দিলীপ ঘোষের এমন মন্তব্য যে কেন্দ্রীয় নেতৃত্ব এবং মোদি সরকারের প্রতি তা বলার অপেক্ষা রাখে না। তাঁর বক্তব্য কেন্দ্রের নীতির বিরুদ্ধে বিজেপির অন্দরে বিদ্রোহের আঁচ আরও বাড়িয়ে দিয়েছে, তা স্বীকার করেছে সংশ্লিষ্ট মহল।

 

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version