গুরুত্বপূর্ণ বৈঠক, আগামিকাল দিল্লি যাচ্ছেন মমতা

গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দিতে দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ৩০ এপ্রিল দিল্লিতে (Delhi) চিফ জাস্টিস, প্রাধনমন্ত্রী-সহ অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে যোগ দেবেন মমতা। সেই কারণেই ২৯ এপ্রিল বিকেলে রাজধানী যাবেন তিনি। এছাড়াও আরও দু-একটি কর্মসূচি থাকার সম্ভাবনা। যদিও সে সম্পর্কে সরকারিভাবে এখনও কিছু জানানো হয়নি।

গত বছর নভেম্বর মাসে শেষবার দিল্লি গিয়েছিলেন তৃণমূল (TMC) সুপ্রিমো। এবারের এই বৈঠকটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে, মমতা বন্দ্যোপাধ্যায় যখনই দিল্লি যান সরগরম হয়ে ওঠে রাজধানীর রাজনৈতিক মহল। সব রাজনীতির কুশীলবেরা চোখ রাখেন তাঁর সফরের দিকে। এবারও তৈরি হয়েছে একই পরিস্থিতি। নির্ধারিত বৈঠক ছাড়াও মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচির দিকে নজর রাখছে সব দলের কেন্দ্রীয় নেতৃত্ব।

Previous articleরাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতির মাঝেই আগামী মাসে বাইডেন সাক্ষাতে মোদি
Next articleদ্বাদশ শ্রেণির ছাত্রের রহস্যমৃত্যুর ঘটনার তদন্তে শান্তিনিকেতনের হোস্টেলে CID ফরেন্সিক টিম