Wednesday, August 27, 2025

এবার স্বাস্থ্য দফতরে বড়সড় বদল করল রাজ্য সরকার। সরিয়ে দেওয়া হল রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা ড. অজয় চক্রবর্তীকে। তাঁর বিরুদ্ধে বিভিন্ন মহল থেকে একাধিক অভিযোগ ছিল। এবার তাঁর পরিবর্তে রাজ্যের নতুন স্বাস্থ্য অধিকর্তা হিসেবে নিযুক্ত করা হল ডক্টর সিদ্ধার্ত নিয়োগীকে। জানা গিয়েছে, বর্তমান অধিকর্তাকে অজয় চক্রবর্তীকে উত্তরকন্যায় বদলি করা হয়েছে। সেখানে তাঁকে ওএসডি পদে নিযুক্ত করা হয়েছে।

পাশাপাশি, অপসারিত হয়েছেন রাজ্য হেল্থ রিক্রুটমেন্ট বোর্ডের চেয়ারম্যানকেও। নতুন চেয়ারম্যান হচ্ছেন, শ্রীরামপুরের তৃণমূল বিধায়ক ডক্টর সুদীপ্ত রায়। রিক্রুটমেন্ট বোর্ড থেকে সরিয়ে দেওয়া হয়েছে, নির্মল মাজি ও শান্তনু সেনকেও। ক্ষমতা বাড়িয়ে বোর্ডের সদস্য হয়েছেন, রেজাউল করিম। তিনি ইতিপূর্বে পরিবহন দফতরের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছিলেন।

হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের অন্য সদস্যরা হলেন সুব্রত মিত্র, শৈবাল সাহা, পল্লী গাঙ্গুলি, দীপক সাহা, তুষার শীল এবং রেজাউল করিম। প্রসঙ্গত, সুদীপ্ত রায় আরজি কর মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান।

প্রসঙ্গত, রোগী হয়রানি আটকাতে শহরতলীর হাসপাতালগুলি থেকে কলকাতার হাসপাতালে ‘রেফার’ করার একটা বদভ্যাস দাঁড়িয়ে গিয়েছিল। বহু ক্ষেত্রেই দেখা গেছে ‘রেফার্ড’ রোগীকে হাসপাতালে ভর্তি করাতে রীতিমতো কালঘাম ছোটাতে হয় তাঁর পরিজনদের। রেফার ‘রোগ’-এ রাশ টানার পর দেখা গেছে, জেলা হাসপাতালগুলিই যথেষ্ট কঠিন কঠিন রোগ বা পরিস্থিতি সাফল্যের সঙ্গেই মোকাবিলা করছে।

অন্যদিকে, আগামিকাল শুক্রবারই নতুন পদে যোগ দিচ্ছেন চিকিৎসক সিদ্ধার্থ নিয়োগী। নতুন দায়িত্ব নেওয়ার পর তাঁর একমাত্র লক্ষ্য নিষ্ঠার সঙ্গে কাজ।

আরও পড়ুন:আমি সৌমিত্র’: কিংবদন্তি অভিনেতার জীবনের নানা দিক নিয়ে সাজানো

 

 

Related articles

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...

সুখবর! পুজোর আগে পার্ট টাইম কর্মীদের বেতন বাড়াল রাজ্য 

পুজোর আগে রাজ্যের আংশিক সময়ের কর্মীদের জন্য বড় সুখবর দিল নবান্ন। বিভিন্ন দফতর ও সরকার অধীনস্থ সংস্থায় কর্মরত...

অভিষেককে প্রাণনাশের হুমকি! হরিয়ানার আম্বালা থেকে গ্রেফতার মুর্শিদাবাদের যুবক

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রাণে মারার হুমকি দিয়ে গ্রেফতার হলেন এক যুবক। হরিয়ানার আম্বালা থেকে...

নিউ টাউনে নাবালিকা ধর্ষণ – খুন! অভিযুক্তকে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ আদালতের 

নিউ টাউনের নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনায় দোষী সাব্যস্ত টোটো চালক সৌমিত্র রায়কে আমৃত্যু যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল...
Exit mobile version