Monday, November 3, 2025

পাট শিল্প বাঁচাতে কেন্দ্রের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচিতে অর্জুনকে কৌশলী বার্তা তৃণমূলের

Date:

প্লাস্টিক লবির কাছে মাথানত করে ব্যারাকপুর তথা রাজ্যের
পাট শিল্পকে ধ্বংস করতে চাইছে কেন্দ্রের মোদি সরকার। বারবার কেন্দ্রীয় শিল্প-বাণিজ্য মন্ত্রীর কাছে দরবার করেও সুরাহা হয়নি। রাজ্য সরকারের হয়ে ব্যাট ধরে জুট কমিশনারের বিরুদ্ধেও তোপ দেগেছেন ব্যারাকপুরের “বিদ্রোহী” বিজেপি সাংসদ অর্জুন সিং। এমনকি,মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপের আর্জি জানিয়ে রাজ্যের শাসক দল তৃণমূলের আন্দোলনেও সামিল হওয়ার বার্তা দিয়েছেন অর্জুন।

এবার ব্যারাকপুরের “বেসুরো” বিজেপি সাংসদকে সরাসরি তাঁদের দলীয় কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানালেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায়। আগামী ৪ মে জুট কলকাতায় কমিশনারের অফিসের সামনে বিক্ষোভ দেখাবে তৃণমূলের শ্রমিক সংগঠন। পাট শিল্প ও শ্রমিকদের স্বার্থে সেই কর্মসূচিতে যোগ দেওয়ার আমন্ত্রণ জানানো হল অর্জুনকে।

আজ, বৃহস্পতিবার তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায় বলেন, ‘অর্জুন সিং যে অঞ্চলের সাংসদ সেখানে প্রায় ২০টি জুট মিল রয়েছে। চটকল এলাকার সাংসদ হিসেবে তিনি তাঁর বক্তব্য রাখতেই পারেন। আমাদের দলের আহ্বানে যে কর্মসূচি নেওয়া হয়েছে, তাতে যদি তিনি যোগ দিতে চান, তাহলে আবেদন করতে হবে। এরপর দল সিদ্ধান্ত নেবে কে যোগ দেবে, আর কে দেবে না।’

অর্থাৎ, বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের কোর্টে বল ঠেলে দিল তৃণমূল। এখন ব্যারাকপুরের সাংসদকেই সিদ্ধান্ত নিতে হবে পাট শিল্প ও শ্রমিকের স্বার্থে তিনি কাগুজে বাঘ, নামি আন্তরিকতার সঙ্গেই বিষয়টি নিয়ে সমস্যার সমাধান চেয়ে কেন্দ্রের বিরুদ্ধে মুখ খুলেছেন।

আরও পড়ুন:রাজ্য স্বাস্থ্য দফতরে বড়সড় রদবদল! কারা এলেন, কারা গেলেন?

Related articles

ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মেয়েরা: শুভেচ্ছা প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর ও ক্রীড়ামন্ত্রীর

রবিবারের মধ্যরাতে রচিত হল নতুন ইতিহাস। প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মহিলা ক্রিকেট ব্রিগেড। ইতিহাস রচনা হওয়ার রাতে ভারতীয়...

দীপ্তি-শেফালিদের হাত ধরেই বিশ্ব জয়ের তৃপ্তি, ইতিহাস সৃষ্টি হরমনপ্রীতদের

বিশ্বসেরা ভারত(India)। মহিলাদের একদিনের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া। মুম্বই ইতিহাস সৃষ্টি ভারতীয় মহিলা দলের। প্রোটিয়াদের ...

দিল্লিতে পাঠ্যে ‘রোহিঙ্গা’ কবি! বাংলা-বিরোধী বিজেপির SIR মুখোশ খুললেন ব্রাত্য

দেশ থেকে অনুপ্রবেশকারী ও রোহিঙ্গাদের তাড়াতে গোটা দেশে এসআইআর করার প্রয়োজন আছে, দেশের মানুষকে এভাবেই ভুল বুঝিয়েছে বিজেপি...

ভারত কোনও ধর্মশালা নয়, দেশে জন্মালেই ভোটাধিকার! শাহের ন্যক্কারজনক মন্তব্যের তীব্র প্রতিবাদ তৃণমূলের 

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাম্প্রতিক মন্তব্য ঘিরে তীব্র বিতর্ক। তাঁর বক্তব্য— “ভারত কোনও ধর্মশালা নয়, যারা এই দেশে...
Exit mobile version