Friday, November 7, 2025

রাজ্য স্বাস্থ্য দফতরে বড়সড় রদবদল! কারা এলেন, কারা গেলেন?

Date:

এবার স্বাস্থ্য দফতরে বড়সড় বদল করল রাজ্য সরকার। সরিয়ে দেওয়া হল রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা ড. অজয় চক্রবর্তীকে। তাঁর বিরুদ্ধে বিভিন্ন মহল থেকে একাধিক অভিযোগ ছিল। এবার তাঁর পরিবর্তে রাজ্যের নতুন স্বাস্থ্য অধিকর্তা হিসেবে নিযুক্ত করা হল ডক্টর সিদ্ধার্ত নিয়োগীকে। জানা গিয়েছে, বর্তমান অধিকর্তাকে অজয় চক্রবর্তীকে উত্তরকন্যায় বদলি করা হয়েছে। সেখানে তাঁকে ওএসডি পদে নিযুক্ত করা হয়েছে।

পাশাপাশি, অপসারিত হয়েছেন রাজ্য হেল্থ রিক্রুটমেন্ট বোর্ডের চেয়ারম্যানকেও। নতুন চেয়ারম্যান হচ্ছেন, শ্রীরামপুরের তৃণমূল বিধায়ক ডক্টর সুদীপ্ত রায়। রিক্রুটমেন্ট বোর্ড থেকে সরিয়ে দেওয়া হয়েছে, নির্মল মাজি ও শান্তনু সেনকেও। ক্ষমতা বাড়িয়ে বোর্ডের সদস্য হয়েছেন, রেজাউল করিম। তিনি ইতিপূর্বে পরিবহন দফতরের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছিলেন।

হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের অন্য সদস্যরা হলেন সুব্রত মিত্র, শৈবাল সাহা, পল্লী গাঙ্গুলি, দীপক সাহা, তুষার শীল এবং রেজাউল করিম। প্রসঙ্গত, সুদীপ্ত রায় আরজি কর মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান।

প্রসঙ্গত, রোগী হয়রানি আটকাতে শহরতলীর হাসপাতালগুলি থেকে কলকাতার হাসপাতালে ‘রেফার’ করার একটা বদভ্যাস দাঁড়িয়ে গিয়েছিল। বহু ক্ষেত্রেই দেখা গেছে ‘রেফার্ড’ রোগীকে হাসপাতালে ভর্তি করাতে রীতিমতো কালঘাম ছোটাতে হয় তাঁর পরিজনদের। রেফার ‘রোগ’-এ রাশ টানার পর দেখা গেছে, জেলা হাসপাতালগুলিই যথেষ্ট কঠিন কঠিন রোগ বা পরিস্থিতি সাফল্যের সঙ্গেই মোকাবিলা করছে।

অন্যদিকে, আগামিকাল শুক্রবারই নতুন পদে যোগ দিচ্ছেন চিকিৎসক সিদ্ধার্থ নিয়োগী। নতুন দায়িত্ব নেওয়ার পর তাঁর একমাত্র লক্ষ্য নিষ্ঠার সঙ্গে কাজ।

আরও পড়ুন:আমি সৌমিত্র’: কিংবদন্তি অভিনেতার জীবনের নানা দিক নিয়ে সাজানো

 

 

Related articles

ব্রিটিশ-তোষণে লেখা ‘জন গণ মন’! বিজেপি সাংসদের অপমানজনক মন্তব্যের তীব্র প্রতিবাদ তৃণমূলের

ব্রিটিশদের তোষণ করতেই নাকি লেখা হয়েছিল ‘জন গণ মন’। ভারতের জাতীয় সঙ্গীত নিয়ে এই ন্যক্কারজনক মন্তব্য করে ফের...

চিংড়িঘাটা মোড়ে যানজট কমাতে নতুন সেতু নির্মাণের উদ্যোগ কেএমডিএ-র

ইএম বাইপাসের চিংড়িঘাটা মোড়ে দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নিতে চলেছে কেএমডিএ। শান্তিনগর খালের উপর বর্তমান সরু...

নামের বানানভুল থেকে ডিটেনশন আতঙ্ক! এসআইআর আতঙ্কে মানসিক চাপে সাঁইথিয়ায় মৃত্যু বৃদ্ধের

ইলামবাজারের ঘটনার পর ফের এসআইআর আতঙ্কে মৃত্যু বীরভূমে। হৃদরোগে প্রয়াত হলেন সাঁইথিয়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিমান...

বিহারে প্রথম দফায় অতিরিক্ত ভোটদানে নতুন সমীকরণ! চিন্তায় শাসক শিবির

বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটদানের হার নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে। বৃহস্পতিবার ১২১টি আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচনী...
Exit mobile version