Thursday, August 21, 2025

এবার স্বাস্থ্য দফতরে বড়সড় বদল করল রাজ্য সরকার। সরিয়ে দেওয়া হল রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা ড. অজয় চক্রবর্তীকে। তাঁর বিরুদ্ধে বিভিন্ন মহল থেকে একাধিক অভিযোগ ছিল। এবার তাঁর পরিবর্তে রাজ্যের নতুন স্বাস্থ্য অধিকর্তা হিসেবে নিযুক্ত করা হল ডক্টর সিদ্ধার্ত নিয়োগীকে। জানা গিয়েছে, বর্তমান অধিকর্তাকে অজয় চক্রবর্তীকে উত্তরকন্যায় বদলি করা হয়েছে। সেখানে তাঁকে ওএসডি পদে নিযুক্ত করা হয়েছে।

পাশাপাশি, অপসারিত হয়েছেন রাজ্য হেল্থ রিক্রুটমেন্ট বোর্ডের চেয়ারম্যানকেও। নতুন চেয়ারম্যান হচ্ছেন, শ্রীরামপুরের তৃণমূল বিধায়ক ডক্টর সুদীপ্ত রায়। রিক্রুটমেন্ট বোর্ড থেকে সরিয়ে দেওয়া হয়েছে, নির্মল মাজি ও শান্তনু সেনকেও। ক্ষমতা বাড়িয়ে বোর্ডের সদস্য হয়েছেন, রেজাউল করিম। তিনি ইতিপূর্বে পরিবহন দফতরের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছিলেন।

হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের অন্য সদস্যরা হলেন সুব্রত মিত্র, শৈবাল সাহা, পল্লী গাঙ্গুলি, দীপক সাহা, তুষার শীল এবং রেজাউল করিম। প্রসঙ্গত, সুদীপ্ত রায় আরজি কর মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান।

প্রসঙ্গত, রোগী হয়রানি আটকাতে শহরতলীর হাসপাতালগুলি থেকে কলকাতার হাসপাতালে ‘রেফার’ করার একটা বদভ্যাস দাঁড়িয়ে গিয়েছিল। বহু ক্ষেত্রেই দেখা গেছে ‘রেফার্ড’ রোগীকে হাসপাতালে ভর্তি করাতে রীতিমতো কালঘাম ছোটাতে হয় তাঁর পরিজনদের। রেফার ‘রোগ’-এ রাশ টানার পর দেখা গেছে, জেলা হাসপাতালগুলিই যথেষ্ট কঠিন কঠিন রোগ বা পরিস্থিতি সাফল্যের সঙ্গেই মোকাবিলা করছে।

অন্যদিকে, আগামিকাল শুক্রবারই নতুন পদে যোগ দিচ্ছেন চিকিৎসক সিদ্ধার্থ নিয়োগী। নতুন দায়িত্ব নেওয়ার পর তাঁর একমাত্র লক্ষ্য নিষ্ঠার সঙ্গে কাজ।

আরও পড়ুন:আমি সৌমিত্র’: কিংবদন্তি অভিনেতার জীবনের নানা দিক নিয়ে সাজানো

 

 

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version