Tuesday, December 2, 2025

কেন্দ্রের বঞ্চনা: ইউক্রেন ফেরত পড়ুয়াদের পড়ার ব্যবস্থা মুখ্যমন্ত্রীর, শ্রমিকদের কর্মসংস্থান

Date:

Share post:

যুদ্ধ পরিস্থিতির কারণে ইউক্রেন (Ukraine) থেকে যে পড়ুয়ারা ফিরে আসতে বাধ্য হয়েছেন তাঁদের জন্য প্রথম থেকেই সহানুভূতিশীল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এখানেই যাতে তাঁরা পড়া শেষ করতে পারেন তার জন্য উদ্যোগ নিয়েছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু পড়ুয়াদের পাশে দাঁড়াতে চায়নি কেন্দ্র (Centre)। এই নিয়ে বৃহস্পতিবার,নবান্নের (Nabanna) সাংবাদিক বৈঠক থেকে ভর্ৎসনা করেন মমতা। বলেন, পড়ুয়াদের জন্য কোনও সাহায্য করেনি কেন্দ্রের মোদি (Narendra Modi) সরকার। কিন্তু এবার তাঁদের জন্য রাজ্যেই পাঠ্যক্রম শেষ করার সুযোগ করে দিলেন মুখ্যমন্ত্রী(CM)।

তিনি জানান, ইউক্রেন থেকে ৪২২ জন ছেলেমেয়ে ফিরেছেন। ১৬ মার্চ তাঁদের জন্যে কথা বলেন মুখ্য়মন্ত্রী। কিন্তু কেন্দ্র পড়ুয়াদের পাশে দাঁড়ায়নি। তাঁদের সব ডিটেলস কালেক্ট করা হয়।

• ৬জন ইঞ্জিনিয়ারিং পড়ুয়াদের বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ জেআইএস-এ ভর্তি করা যাবে। ৬ জনের মধ্যে ২ জন ইতিমধ্যে ভর্তি হয়েছেন।
• ডেন্টাল স্টুডেন্ট সরকারি ডেন্টালে একজন, বাকি দুজন সরকারি ডেন্টাল কলেজে ইন্টার্নশিপের সুযোগ পাবেন।
• ভেটেরিনারির এক পড়ুয়া বেলগাছিয়া প্রাণী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন।

গুরুত্বপূর্ণ বৈঠক, আগামিকাল দিল্লি যাচ্ছেন মমতা

মুখ্যমন্ত্রী জানান, যে ৩ শ্রমিক ইউক্রেন থেকে ফিরেছেন, তাঁদের ২ জনকে ডিএম অফিসে ক্যাজুয়াল কর্মী হিসেবে কাজের সুযোগ দেওয়া হয়েছে। তাঁদের পরিবার ঋণ নিয়ে যাতে ব্যবসা করতে পারে, তার উদ্য়োগও নিয়েছে সরকার।


• ডাক্তারি পড়তে ওদেশে ৬ বছর লাগে। ৪১২ জন মেডিক্যাল স্টুডেন্ট ফিরেছেন ইউক্রেন থেকে।
• সিক্সথ ইয়ারের ২৩ জনকে ইন্টার্নশিপের জন্য অনুমতি দেওয়া হয়েছে।
• ফোর্থ ও ফিফথ যথাক্রমে ৯২ ও ৪৩ মোট ১৩৫ জন বিভিন্ন মেডিক্যাল কলেজে সেকেন্ড ও থার্ড ৭৯ ও ৯৩ মোট ১৭২ জন প্র্যাকটিক্যাল ক্লাস করার জন্য সরকারি মেডিক্যাল কলেজে ব্যবস্থা করে দিয়েছেন মুখ্যমন্ত্রী।
• ফার্স্ট ইয়ারের ৬৯ জন পড়ুয়াকে বেসরকারি ও ম্যানেজমেন্ট কোটায় কাউন্সেলিং করার জন্য সুযোগ দেওয়া হয়েছে। ফি কমানোর জন্যও বলা হয়েছে।
• বাকি ৯ জনের ব্যবস্থা করা হবে।

spot_img

Related articles

চিত্রসাংবাদিকদের নিয়ে জয়ার মন্তব্য অসংবেদনশীল, প্রতিবাদের সরব ইন্ডিয়ান ফিল্ম অ্যান্ড টেলিভিশন ডিরেক্টর অ্যাসোসিয়েশন

সাংবাদিকদের সঙ্গে জয়া বচ্চনের (Jaya Bachchan) সম্পর্ক কেমন সে কথা গোটা ভারতবর্ষ জানে। কিন্তু মিডিয়ারই এক অনুষ্ঠানে যেভাবে...

বাংলার গৌরবোজ্জ্বল ‘উন্নয়নের পাঁচালি’ গাইলেন ইমন, প্রশংসা মুখ্যমন্ত্রীর

২০২৬ সালেই বাংলায় বিধানসভা ভোট। তোড়জোড় প্রায় শুরু হয়ে গিয়েছে। এদিকে রাজ্যে চলছে এসআইআর। এর মধ্যে ১৫ বছরের...

১৪ বছরে ২ কোটিরও বেশি কর্মসংস্থান, বাংলা দেশের মডেল: ‘উন্নয়নের পাঁচালি’ প্রকাশ মুখ্যমন্ত্রীর

আগামী বছর মে মাস ১৫ বছর পূর্ণ করবে বাংলার মা-মাটি-মানুষের সরকার। বিধানসভা নির্বাচনের আগে ১৪ বছরেক উন্নয়নের খতিয়ান...

SIR-আলোচনার দাবিতে বিরোধীদের বিক্ষোভে উত্তাল সংসদ, চাপের মুখে সায় বিজেপির!

সংসদের শীতকালীন অধিবেশনের(Winter Session) প্রথম দিন থেকেই উত্তাল দুই কক্ষ। বিরোধীদের প্রতিবাদ, ওয়েলে নেমে বিক্ষোভ, রাজ্যসভা থেকে ওয়াক...