Monday, November 10, 2025

কেন্দ্রের বঞ্চনা: ইউক্রেন ফেরত পড়ুয়াদের পড়ার ব্যবস্থা মুখ্যমন্ত্রীর, শ্রমিকদের কর্মসংস্থান

Date:

যুদ্ধ পরিস্থিতির কারণে ইউক্রেন (Ukraine) থেকে যে পড়ুয়ারা ফিরে আসতে বাধ্য হয়েছেন তাঁদের জন্য প্রথম থেকেই সহানুভূতিশীল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এখানেই যাতে তাঁরা পড়া শেষ করতে পারেন তার জন্য উদ্যোগ নিয়েছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু পড়ুয়াদের পাশে দাঁড়াতে চায়নি কেন্দ্র (Centre)। এই নিয়ে বৃহস্পতিবার,নবান্নের (Nabanna) সাংবাদিক বৈঠক থেকে ভর্ৎসনা করেন মমতা। বলেন, পড়ুয়াদের জন্য কোনও সাহায্য করেনি কেন্দ্রের মোদি (Narendra Modi) সরকার। কিন্তু এবার তাঁদের জন্য রাজ্যেই পাঠ্যক্রম শেষ করার সুযোগ করে দিলেন মুখ্যমন্ত্রী(CM)।

তিনি জানান, ইউক্রেন থেকে ৪২২ জন ছেলেমেয়ে ফিরেছেন। ১৬ মার্চ তাঁদের জন্যে কথা বলেন মুখ্য়মন্ত্রী। কিন্তু কেন্দ্র পড়ুয়াদের পাশে দাঁড়ায়নি। তাঁদের সব ডিটেলস কালেক্ট করা হয়।

• ৬জন ইঞ্জিনিয়ারিং পড়ুয়াদের বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ জেআইএস-এ ভর্তি করা যাবে। ৬ জনের মধ্যে ২ জন ইতিমধ্যে ভর্তি হয়েছেন।
• ডেন্টাল স্টুডেন্ট সরকারি ডেন্টালে একজন, বাকি দুজন সরকারি ডেন্টাল কলেজে ইন্টার্নশিপের সুযোগ পাবেন।
• ভেটেরিনারির এক পড়ুয়া বেলগাছিয়া প্রাণী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন।

গুরুত্বপূর্ণ বৈঠক, আগামিকাল দিল্লি যাচ্ছেন মমতা

মুখ্যমন্ত্রী জানান, যে ৩ শ্রমিক ইউক্রেন থেকে ফিরেছেন, তাঁদের ২ জনকে ডিএম অফিসে ক্যাজুয়াল কর্মী হিসেবে কাজের সুযোগ দেওয়া হয়েছে। তাঁদের পরিবার ঋণ নিয়ে যাতে ব্যবসা করতে পারে, তার উদ্য়োগও নিয়েছে সরকার।


• ডাক্তারি পড়তে ওদেশে ৬ বছর লাগে। ৪১২ জন মেডিক্যাল স্টুডেন্ট ফিরেছেন ইউক্রেন থেকে।
• সিক্সথ ইয়ারের ২৩ জনকে ইন্টার্নশিপের জন্য অনুমতি দেওয়া হয়েছে।
• ফোর্থ ও ফিফথ যথাক্রমে ৯২ ও ৪৩ মোট ১৩৫ জন বিভিন্ন মেডিক্যাল কলেজে সেকেন্ড ও থার্ড ৭৯ ও ৯৩ মোট ১৭২ জন প্র্যাকটিক্যাল ক্লাস করার জন্য সরকারি মেডিক্যাল কলেজে ব্যবস্থা করে দিয়েছেন মুখ্যমন্ত্রী।
• ফার্স্ট ইয়ারের ৬৯ জন পড়ুয়াকে বেসরকারি ও ম্যানেজমেন্ট কোটায় কাউন্সেলিং করার জন্য সুযোগ দেওয়া হয়েছে। ফি কমানোর জন্যও বলা হয়েছে।
• বাকি ৯ জনের ব্যবস্থা করা হবে।

Related articles

সিনেমা দেখে খুনের ছক! স্ত্রীকে পুড়িয়ে নদীতে ছাই ফেলে থানায় অভিযোগ স্বামীর

সিনেমা দেখেই পরিকল্পনা! ‘দৃশ্যম’ দেখে অপরাধের ছক কষেছিলেন পুনের (Pune) বাসিন্দা সমীর যাদব। ৩৮ বছরের স্ত্রী অঞ্জলি যাদব...

১ ডিসেম্বর থেকে নয়া হারে আবগারি শুল্ক কার্যকর! রাজ্যে কত হচ্ছে সুরার দাম

শীতের শুরুতে মৌতাতের পরিকল্পনা করলে, সেই আনন্দে কিছুটা ধাক্কা। কারণ পশ্চিমবঙ্গে (West Bengal) বাড়ছে সব ধরনের মদের  দাম...

অচলায়তন ভেঙে মুক্ত চিন্তাভাবনার অঙ্গন হবে বাংলা: রাখি-রিয়াকে শুভেচ্ছা তরুণদের আইকন অভিষেকের

তিনি যুব সমাজের আইকন। তৃণমূলের (TMC) সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) ঘিরে সব সময়ই তরুণ প্রজন্মের জনজোয়ার। আর...

পাঁচবারের কাউন্সিলর, তবু নাম উড়ে গেল ভোটার তালিকা থেকে! চাঞ্চল্য খড়দহে

শেষবার এসআইআর হয়েছিল ২০০২ সালে। সেই তালিকায় তাঁর নাম যে ছিল, তার প্রমাণ, সেবার তিনি কাউন্সিলর (councilor) নির্বাচিত...
Exit mobile version