Sunday, November 16, 2025

অর্জুনের পর এবার কেন্দ্রের বিরুদ্ধে “বিদ্রোহ” ঘোষণা করে রেল রোকো কর্মসূচি বিজেপি বিধায়কের

Date:

ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংয়ের পর এবার কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে “বিদ্রোহী” বাঁকুড়ার ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা। কেন্দ্রের রেল মন্ত্রকের বিরুদ্ধে সরাসরি সংঘাতে গিয়ে বন্ধ হয়ে যাওয়া ট্রেন চালানো ও বিভিন্ন ট্রেনের স্টপেজের দাবিতে রেল রোকোর ডাক দিয়েছেন ওন্দার বিজেপি বিধায়ক।

জানা গিয়েছে, সাধারন মানুষের দাবি মেনে বাঁকুড়া জেলার অন্যান্য বিজেপি বিধায়কদের নিয়ে আগামী ১০ মে রামসাগর স্টেশনে রেল অবরোধ করার হুঁশিয়ারি দিয়েছেন ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা। এই মর্মে আজ, শুক্রবার সকালে রামসাগরের স্টেশন ম্যানেজারকে চিঠি দিয়ে ১০ মে রেল রোকো কর্মসূচীর কথা জানিয়েছেন অমরনাথবাবু। একইসঙ্গে সাউথ ইস্টার্ন রেলের আদরা ডিভিশনের ম্যানেজারকেও ১০ মে ১২ ঘন্টা রেল অবরোধের বিষয়টি জানানো হয়েছে।

আরও পড়ুন:আবার কি বিয়ের কথা ভাবছেন? অনুরাগীদের প্রশ্নের উত্তরে কী বললেন করিশ্মা

পাট শিল্প ও পাট শ্রমিকদের স্বার্থরক্ষার জিগির তুলে সম্প্রতি ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং কেন্দ্রের বিরুদ্ধে সরাসরি বিদ্রোহ ঘোষণা করেছেন। এবার সেই পথে হেঁটেই
ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা রেল অবরোধ কর্মসূচি নিলেন। বিজেপি বিধায়কের অভিযোগ, রেল দফতরের মন্ত্রী ও উচ্চপদস্থ কর্তাদের বারেবারে জানানো সত্ত্বেও আদরা-খড়্গপুর শাখায় বন্ধ রাখা হয়েছে। যে ট্রেনগুলি চলছে তার আবার বেশকিছু স্টপেজ তুলে দেওয়া হয়েছে। সেই স্টপেজগুলি পুনরায় চালু করার দাবি জানানো হয়েছে। তাই মানুষের স্বার্থে এই আন্দোলন।




Related articles

পিচ বিতর্কে ইতি টানলেন গম্ভীর, হারের জন্য কোচের কাঠগড়ায় পন্থ-যশস্বীরাই

টেস্ট ক্রিকেটে ভারতের গম্ভীর সমস্যা অব্যাহত! ইডেন গার্ডেন্সে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৩০ রানে পরাজিত ভারত। কলকাতায় আসার পর...

ভিনগ্রহীদের খোঁজে সৌরজগতের সীমান্তে পাঠানো ভয়েজারের আয়ু শেষ! এরপর…

মহাকাশের বুকে ভেসে বেড়াচ্ছে মানুষের পাঠানো মহাকাশ-দূত, দেখা মিলল কি 'তাদের'! এক, দুই, তিন, চার করতে করতে প্রায়...

রামমোহনকে অপমান! নজিরবিহীন পদক্ষেপ দাবি বিজেপির শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে

বাংলায় তথা ভারতে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে যে মনীষীদের পথিকৃৎ হিসাবে দেখা হয়, তার প্রথম সারিতে নাম থাকে বাংলার...

গিলকে নিয়ে মাঠের বাইরে সংঘাত, কেমন আছেন ভারত অধিনায়ক?

পছন্দের পিচ বানিয়েও ইডেনে বুমেরাং হয়েছে ভারতের। হারের হতাশার মধ্যেই একরাশ আতঙ্ক ভারতীয় শিবিরে। কারণ দলের অধিনায়ক শুভমান...
Exit mobile version