Saturday, August 23, 2025

রাজীবকে মাথায় রেখে ত্রিপুরা প্রদেশ তৃণমূলের রাজ্য কমিটি ঘোষণা, সভাপতি সুবল ভৌমিক

Date:

বছর পেরোলেই ত্রিপুরা বিধানসভা নির্বাচন। তাই এখন থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। এবার বাঙালি অধ্যুষিত এই পড়শি রাজ্যে দলের রাজ্য কমিটি ঘোষণা করল তৃণমূল। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) অনুমোদন সাপেক্ষে আজ, শুক্রবার ত্রিপুরা পূর্নাঙ্গ রাজ্য কমিটি(Tripura State Committee) ঘোষণা করা হয়। শাখা সংগঠনের কমিটিও ঘোষিত হয়েছে।

বাংলার প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়কে (Rajib Banerjee) স্টেট ইনচার্জ করা হয়েছে। প্রত্যাশা মতোই রাজ্য সভাপতি হলেন ত্রিপুরার (Tripura) প্রাক্তন বিধায়ক সুবল ভৌমিক(Subal Bhowmik)। সবমিলিয়ে ত্রিপুরা রাজ্য কমিটির মোট সদস্য সংখ্যা ১৩২।

মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে রাজনৈতিক স্বার্থে ব্যবহার: বিজেপির বিরুদ্ধে ক্ষুব্ধ ‘শহিদ’ পরিবারের সদস্যরা

ত্রিপুরা প্রদেশ তৃণমূলের এই ১৩২ সদস্যের রাজ্য কমিটিতে ৮ জন সহ-সভাপতি, ৫ জন সাধারণ সম্পাদক, ১৪ জন সম্পাদক, ৭ জন যুগ্ম সম্পাদক এবং ৭২ জন কার্যনির্বাহী সদস্য রয়েছেন। এছাড়া তৃণমূল যুব কমিটির নেতৃত্ব দেওয়ার জন্য রাজ্য সভাপতি করা হয়েছে লড়াকু নেতা শান্তনু সাহাকে।

মহিলা সংগঠনের নেতৃত্ব দেবেন আগরতলার প্রাক্তন কাউন্সিলর পান্না দেব। এই কমিটিতে।২৭ জন মহিলা সদস্যকে অন্তর্ভুক্ত রয়েছে।রাজ্য SC সংগঠনের কমিটিতে ১৬ জন রয়েছেন। ST সংগঠনে রয়েছেন ১৮ জন তফসিলি উপজাতি এবং ৩২ জন ওবিসি গোষ্ঠীর প্রতিনিধি। ত্রিপুরার নতুন রাজ্য রয়েছেন ১৪ জন সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিও।

একনজরে ত্রিপুরা প্রদেশ তৃণমূলের পূর্ণাঙ্গ রাজ্য কমিটি–

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version