Friday, December 19, 2025

Delhi:বৃষ্টির জন্য রাজধানীর নাম বদলের দাবি হিন্দু মহাসভার

Date:

Share post:

প্রখর গরমে হাঁসফাঁস অবস্থা চারপাশে, আজ আসবে কাল আসবে করেও আজ পর্যন্ত বৃষ্টির (Rain) দেখা নেই। তীব্র গরম থেকে বাঁচতে এবার সর্বভারতীয় হিন্দু মহাসভার দাওয়াই, বদলাতে হবে রাজধানী দিল্লির(Delhi) নাম। এমন দাবি তুলেছেন সর্বভারতীয় হিন্দু মহাসভার (All India Hindu Mahasabha) প্রধান চক্রপানি মহারাজ (Chakrapani Maharaj)।

রাজধানী দিল্লির নাম বদলের প্রস্তাব এনে নতুন বিতর্কের মুখে সর্বভারতীয় হিন্দু মহাসভা। চক্রপানি মহারাজ (Chakrapani Maharaj)দাবি করেছেন দিল্লির নাম বদল করলেই তীব্র গরমের হাত থেকে রেহাই পাওয়া যাবে। তিনি জানান, দিল্লির নাম বদলে ইন্দ্রপ্রস্থ (Indraprastha)রাখলে তখন দিল্লিতে বৃষ্টি হবে । হিন্দু মহাসভার প্রধান জানান “তোমর রাজবংশের আমলে এক রাজার প্রাসাদের কয়েকটি পাইপ আলগা ছিল। সেই থেকে নাম হয়ে যায় ঢিলি। পরে সেটি হয়ে যায় দিল্লি। আমাদের বাড়িতে যখন কোনও সন্তানের জন্ম হয়, তখন আমরা প্রথা অনুযায়ী তার নামকরণ করি। একটি প্রাসাদের আলগা হয়ে যাওয়া পাইপ থেকে দিল্লির এরকম নাম হয়েছে। তাই এই নাম বদল করা উচিত। আমরা এই দাবিতে স্বাক্ষর সংগ্রহ অভিযান শুরু করব। কেন্দ্রীয় সরকারের কাছে এই দাবি জানানো হবে।” মহাভারতে দিল্লির নাম ছিল ইন্দ্রপ্রস্থ। সেখানেই ছিল পাণ্ডবদের রাজধানী। সেই কারণে হিন্দুদের কাছে ইন্দ্রপ্রস্থ নামটির বিশেষ মাহাত্ম্য রয়েছে। সে কথা উল্লেখ করেই দিল্লির নাম বদলের দাবি জানিয়েছেন হিন্দু মহাসভা প্রধান।

এর আগে বুধবার দিল্লির বিজেপি সভাপতি আদেশ গুপ্ত জানান যে তাঁদের দল দিল্লির ৪০টি গ্রামের একটি তালিকা তৈরি করেছে। এই গ্রামগুলির নাম বদল করতে হবে। গ্রামের মানুষই নাম বদলের দাবি করেছেন। কারণ, এই গ্রামগুলির নাম দাসত্বের প্রতীক বহন করে। তাই বিজেপি কাউন্সিলররা পুরসভায় গ্রামগুলির নাম বদলের প্রস্তাব পাশ করবেন। তারপর এমসিডি কমিশনারের মাধ্য়মে এই প্রস্তাব দিল্লি সরকারের কাছে পাঠানো হবে। উল্লেখ্য গত ডিসেম্বরে দক্ষিণ দিল্লি পুরসভার পক্ষ থেকে দিল্লি সরকারের কাছে নাম বদলের প্রস্তাব পাঠানো হয়। কিন্তু আম আদমি পার্টি (AAP) সরকার সেই প্রস্তাবে সাড়া দেয়নি। সেই কারণে বিজেপি সদস্যরা নিজেরাই গ্রামের নাম বদলে দিয়েছেন।

spot_img

Related articles

পর পর দুটি দুর্ঘটনায় বাঁকুড়ার মৃত ১, দফায় দফায় উত্তেজনা

  পর পর দুটি মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী থাকল বাঁকুড়া। বাঁকুড়ার(Bankurah) বিষ্ণুপুরে (Bishnupur)চলন্ত বাইকে ধাক্কা মেরে উল্টে গেল বালিবর্তি ডাম্পার...

পদ্মাপাড়ে বাংলা সংস্কৃতির উপর আক্রমণ, নিন্দায় সরব পশ্চিমবঙ্গের শিল্পী-সাহিত্যিকরা

অগ্নিগর্ভ বাংলাদেশের (Bangladesh) উত্তেজনার পরিস্থিতিতে একের পর এক সংবাদমাধ্যমের অফিস ভাঙচুরের খবরের পাশাপাশি ধানমান্ডিতে প্রগতিশীল ধর্মনিরপেক্ষ সাংস্কৃতিক কেন্দ্র...

বহরমপুরে টানা তিনদিন আটকে রেখে গণধর্ষণ, পুলিশের তৎপরতায় দ্রুত গ্রেফতার ২

বহরমপুরে এক আদিবাসী মহিলার উপর ভয়াবহ নির্যাতনের (Sextual harassments) অভিযোগ। তাঁকে জোর করে তুলে নিয়ে গিয়ে একটি ফাঁকা...

মার্লিন গ্রুপের উদ্যোগে কলকাতায় জাতীয় বধির ক্রিকেট চ্যাম্পিয়নশিপের জমকালো উদ্বোধন

শীতের কলকাতায় জমজমাট ক্রিকেট, তবে এই  ক্রিকেট ম্যাচ একটু আলাদা, ২২ গজের নিয়ম এক, কিন্তু যারা খেলতে নেমেছেন...