Wednesday, January 21, 2026

Delhi:বৃষ্টির জন্য রাজধানীর নাম বদলের দাবি হিন্দু মহাসভার

Date:

Share post:

প্রখর গরমে হাঁসফাঁস অবস্থা চারপাশে, আজ আসবে কাল আসবে করেও আজ পর্যন্ত বৃষ্টির (Rain) দেখা নেই। তীব্র গরম থেকে বাঁচতে এবার সর্বভারতীয় হিন্দু মহাসভার দাওয়াই, বদলাতে হবে রাজধানী দিল্লির(Delhi) নাম। এমন দাবি তুলেছেন সর্বভারতীয় হিন্দু মহাসভার (All India Hindu Mahasabha) প্রধান চক্রপানি মহারাজ (Chakrapani Maharaj)।

রাজধানী দিল্লির নাম বদলের প্রস্তাব এনে নতুন বিতর্কের মুখে সর্বভারতীয় হিন্দু মহাসভা। চক্রপানি মহারাজ (Chakrapani Maharaj)দাবি করেছেন দিল্লির নাম বদল করলেই তীব্র গরমের হাত থেকে রেহাই পাওয়া যাবে। তিনি জানান, দিল্লির নাম বদলে ইন্দ্রপ্রস্থ (Indraprastha)রাখলে তখন দিল্লিতে বৃষ্টি হবে । হিন্দু মহাসভার প্রধান জানান “তোমর রাজবংশের আমলে এক রাজার প্রাসাদের কয়েকটি পাইপ আলগা ছিল। সেই থেকে নাম হয়ে যায় ঢিলি। পরে সেটি হয়ে যায় দিল্লি। আমাদের বাড়িতে যখন কোনও সন্তানের জন্ম হয়, তখন আমরা প্রথা অনুযায়ী তার নামকরণ করি। একটি প্রাসাদের আলগা হয়ে যাওয়া পাইপ থেকে দিল্লির এরকম নাম হয়েছে। তাই এই নাম বদল করা উচিত। আমরা এই দাবিতে স্বাক্ষর সংগ্রহ অভিযান শুরু করব। কেন্দ্রীয় সরকারের কাছে এই দাবি জানানো হবে।” মহাভারতে দিল্লির নাম ছিল ইন্দ্রপ্রস্থ। সেখানেই ছিল পাণ্ডবদের রাজধানী। সেই কারণে হিন্দুদের কাছে ইন্দ্রপ্রস্থ নামটির বিশেষ মাহাত্ম্য রয়েছে। সে কথা উল্লেখ করেই দিল্লির নাম বদলের দাবি জানিয়েছেন হিন্দু মহাসভা প্রধান।

এর আগে বুধবার দিল্লির বিজেপি সভাপতি আদেশ গুপ্ত জানান যে তাঁদের দল দিল্লির ৪০টি গ্রামের একটি তালিকা তৈরি করেছে। এই গ্রামগুলির নাম বদল করতে হবে। গ্রামের মানুষই নাম বদলের দাবি করেছেন। কারণ, এই গ্রামগুলির নাম দাসত্বের প্রতীক বহন করে। তাই বিজেপি কাউন্সিলররা পুরসভায় গ্রামগুলির নাম বদলের প্রস্তাব পাশ করবেন। তারপর এমসিডি কমিশনারের মাধ্য়মে এই প্রস্তাব দিল্লি সরকারের কাছে পাঠানো হবে। উল্লেখ্য গত ডিসেম্বরে দক্ষিণ দিল্লি পুরসভার পক্ষ থেকে দিল্লি সরকারের কাছে নাম বদলের প্রস্তাব পাঠানো হয়। কিন্তু আম আদমি পার্টি (AAP) সরকার সেই প্রস্তাবে সাড়া দেয়নি। সেই কারণে বিজেপি সদস্যরা নিজেরাই গ্রামের নাম বদলে দিয়েছেন।

spot_img

Related articles

বোমা মেরে পুরীর জগন্নাথ মন্দির ওড়ানোর হুমকি! বাড়ল নিরাপত্তা 

সকাল সকাল পুরীর জগন্নাথ ধামে বোমাতঙ্ক (Bomb threat in Puri Jagannath Temple)। বোমা মেরে মন্দির উড়িয়ে দেওয়া হবে...

স্বাস্থ্য ভবনের কাছে রাস্তায় বসে বিক্ষোভ আশা কর্মীদের, ব্যাহত যান চলাচল

সরকারি ছুটি, বেতন বৃদ্ধি-সহ একাধিক দাবি নিয়ে বুধের সকালে আশা কর্মীদের স্বাস্থ্য ভবন অভিযানের জেরে সেক্টর ফাইভে ব্যাহত...

আজ একাদশ-দ্বাদশের নিয়োগের মেধাতালিকা প্রকাশ, চলতি মাসেই কাউন্সেলিং শুরুর সম্ভাবনা 

বুধবার প্রকাশিত হতে চলেছে একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগের চূড়ান্ত মেধাতালিকা (Final merit list for recruitment of teachers for class...

বসন্ত পঞ্চমীর আগে ঊর্ধ্বমুখী পারদ, স্বাভাবিকের উপরে দক্ষিণবঙ্গের তাপমাত্রা

উধাও শীত (Winter), বেলা বাড়তেই সোয়েটার গায়ের রীতিমতো ঘাম ঝরছে বঙ্গবাসীর। পশ্চিমী ঝঞ্ঝায় মাঘের শীত পুরোপুরি বেপাত্তা হওয়ায়...