Tuesday, November 11, 2025

Arun Lal:বিয়ের পর রেস্তোরাঁ খুলতে চান অরুণ লালের হবু স্ত্রী বুলবুল সাহা

Date:

সোমবার বিয়ে করতে চলেছেন প্রাক্তন ক্রিকেটার তথা বাংলা দলের কোচ অরুণ লাল (Arun Lal)। পাত্রী বুলবুল সাহা (Bulbul Saha)। ইতিমধ্যেই গায়ে হলুদ হয়ে গিয়েছে তাদের। সেই ছবি নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন পাত্রী বুলবুল সাহা। সোমবার বিয়ে। বিয়েতে থাকছে এলাহি আয়োজন। সূত্রের খবর সোমবার অতিথিদের জন্য থাকছে চিংড়ি মাছের মালাইকারি, ফিস ফ্রাই, মটন কষা, ছানার মহিমা, আম দই।

বিয়ের পর নিজের একটি শখ পূরণ করতে চলেছেন বুলবুল। সূত্রের খবর, বিয়ের পর সংসার সামলে নিজের একটা রেস্তোরাঁ খুলতে চান বুলবুল। সূত্রের খবর, রান্না করতে ভালবাসেন বুলবুল। ২০১৯ সালে একটি রান্নার প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন তিনি। জানা গিয়েছে, বুলবুল রান্না করতে ভালবাসেন। এরপাশাপাশি খেতে এবং খাওয়াতেও ভালোবাসেন। সেই কারণেই একটা রেস্তোরাঁ খোলার ইচ্ছে রয়েছে তাঁর।”

বেশ কয়েক বছর আগে এক বন্ধুর পার্টিতে অরুণ লালের সঙ্গে আলাপ হয়েছিল বুলবুলের। সেখান থেকেই কথাবার্তা চলতে থাকে দুইজনের। এরপরেই মনোজ তিওয়ারি (Manoj Tiwary), সুদীপ চট্টোপাধ্যায়দের কোচের সঙ্গে প্রেম হয় বুলবুলের।

অরুণ লালের প্রকৃতি প্রেম, গরীবদের সাহায্য করার ইচ্ছে এবং পশু-পাখিদের প্রতি ভালবাসা দেখে প্রেমে পড়ে যান বুলবুল। সোমবার বিয়ের অনুষ্ঠানে আসতে পারেন বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) ও ভারতীয় দলের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী (Ravi Shastri)।

সৌরভ গঙ্গোপাধ্যায় বুলবুলের পারিবারিক বন্ধু। আর সেই সূত্রেই বোর্ড সভাপতির সঙ্গে ভাল সম্পর্ক বুলবুলের। অরুণ লালের প্রথম পক্ষের স্ত্রী রিনা দীর্ঘদিন ধরেই অসুস্থ। তাঁর সম্মতি নিয়েই ফের বিয়ে করছেন অরুণ লাল।

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...
Exit mobile version