Wednesday, November 12, 2025

কলকাতায় এক নতুন ,অকল্পনীয় পেক্ষাগৃহ । নরম ঘাসের গালিচায় বসে সিনেমাপ্রেমী দর্শক সেই পেক্ষাগৃহে দেখবেন ফরাসি ছবি। বিষয়টি একেবারেই নতুন, নিঃসন্দেহে। সেই সিনেমা হলটি হল একটি ৩ চাকার অটো-রিকশা(Auto Rikshaw)। শুনে চোখ কপালে উঠছে নিশ্চয়ই। কিন্তু বিষয়টা সত্য। এই অটো-রিকশার ওপরেই দেখানো হবে সিনেমা। আগামীকাল রবিবার পর্যন্ত তা দেখা যাবে। পার্ক স্ট্রিটের পার্ক ম্যানসনে( Park Manson) এই সিনেমা দেখার আসর বসিয়েছে আলিয়ঁজ ফ্রঁসে।

ভারত–‌ফ্রান্স কূটনৈতিক সম্পর্কের দীর্ঘ ইতিহাস। প্রতি বছরই ফরাসি সরকার ‘‌বনজিওর ইন্ডিয়া’‌( Bonjour India) নামে দেশের বিভিন্ন প্রান্তে উৎসব করে।  এবছরেই ভারতের স্বাধীনতার ৭৫-তম বছর। সেই কথা মাথায় রেখেই এই উৎসবের আয়োজন করা হল।

আলিয়ঁজ ফ্রঁসে–‌র সহযোগী হিসেবে রয়েছে আপিজে সুরিন্দর এবং আপিজে রিয়েলএস্টেট সংস্থাও।এই শো–‌টির নাম বেশ আকর্ষণীয়ও !‌  রিক শো। অর্থাৎ অটো রিকশার ওপরে পর্দা লাগিয়ে সবুজ ঘাসে চেয়ার পেতে সিনেমা দেখা। এখানে দেখানো হবে  ফ্রান্স ও সুইৎজারল্যান্ডের ৩টি আর্ট ফিল্ম। এই অটোটি নিয়ে আসা হয়েছে তিরুবনন্তপুরম থেকে। একটি নামী কোম্পানির অটোকেই অন্যভাবে রূপদান করেছে আলিয়ঁজ ফ্রঁসে।  আগামী দিনে প্রত্যেক শহরেই  করা হবে এই ওপেন এয়ার ফিল্ম শো বলে জানা গেছে।

Madhabi Mukhopadhyay: স্থিতিশীল ‘চারুলতা’,শীঘ্রই হাসপাতাল থেকে ছুটি

আলিয়ঁজ ফ্রঁসের ডিরেক্টর নিকোলাস ফ্যাসিনো এই অনুষ্ঠান নিয়ে খুবই আশাবাদী। তিনি বলেছেন, ‘‌বোঁজুর ইন্ডিয়া’‌র এটি পঞ্চমতম অনুষ্ঠান। ফ্রান্সের সংস্কৃতিকে আমরা কলকাতা শহরের প্রাণকেন্দ্রে উপস্থাপন করছি। যাঁরা চলচ্চিত্র ও শিল্প রসিক, তাঁরা এখানে যোগ দেবেন।’ শুক্রবার সন্ধ্যায় উদ্বোধন হ‌য় এই অনুষ্ঠানের।
তিরুবনন্তপুরমের কলেজ অফ আর্কিটেকচার তৈরি করেছে এটি। এর শিল্পকর্ম অত্যন্ত সুন্দর।

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version