Monday, August 25, 2025

অসমকে ‘পুলিশ স্টেট’ বানানো বন্ধ হোক, জিগনেস মামলায় রাজ্য প্রশাসনকে ভর্ৎসনা আদালতের

Date:

গুজরাতের কংগ্রেস বিধায়ক জিগনেশ মেবানিকে(Jignesh Mebani) মিথ্যা মামলায় গ্রেফতারের(Arrest) অভিযোগে অসম পুলিশকে(Police) তীব্র ভর্ৎসনা করল অসমের একটি আদালত(Court)। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরোধিতায় টুইট করার অভিযোগে গুজরাতের কংগ্রেস বিধায়ক জিগনেশ মেবানিকে গ্রেফতার করেছিল অসম পুলিশ। শুধু তাই নয়, সেই মামলায় গত ২৫ এপ্রিল জামিন পাওয়ার পর এক মহিলা পুলিশের উপর হামলার অভিযোগ তুলে নতুন একটি মামলায় ফের গ্রেফতার করা হয় ওই কংগ্রেস বিধায়ককে। সেই মামলাতেই শুক্রবার অসমের বরপেটা আদালতে জামিন দেওয়ার পাশাপাশি পুলিশকে ভর্ৎসনা করল আদালত।

শুধু তাই নয়, এদিন বরপেটা আদালতের তরফে গুয়াহাটি হাইকোর্টকে পুলিশের এহেন বাড়াবাড়ির বিরুদ্ধে একটি পিটিশন বিবেচনা করার আবেদন জানিয়েছে। হাইকোর্টের কাছে আবেদন জানানো হয়েছে, কোনও অভিযুক্তকে হেফাজতে নেওয়ার সময় পুলিশ যেন ক্যামেরা ব্যবহার করে, এবং পুলিশের গাড়িতেও সিসিটি ক্যামেরা ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়। পুলিশের আচরনের তীব্র নিন্দা করে এদিন বরপেটা আদালতের বিচারপতি বলেন, আমাদের কষ্টার্জিত গণতন্ত্রকে যেভাবে পুলিশ রাষ্ট্রে রূপান্তর করার চেষ্টা চলছে তা অকল্পনীয়। আদালত জানায়, যদি মামলাটিকে সত্য বলে ধরে নেওয়াও হয় এবং ম্যাজিস্ট্রেটের দ্বারা নথিভুক্ত করা মহিলার বক্তব্যের পরিপ্রেক্ষিতে… যা নয়, তাহলে আমাদের দেশের ফৌজদারি আইনকে পুনরায় লিখতে হবে। পাশাপাশি আরও জানানো হয়, একজন ম্যাজিস্ট্রেটের কাছে দায়ের হওয়া এফআইআরের উল্টো গল্প বলেছেন ওই মহিলা কনস্টেবল। গোটা ঘটনা দেখে মনে হচ্ছে জিগনেশকে গ্রেফতার করতে তড়িঘড়ি একটি মামলা সাজানো হয়েছে। যা আদালত ও আইনি প্রক্রিয়ার অপব্যবহার।

আরও পড়ুন:আইনের উর্ধ্বে কেউ নয়, অপরাধীরা পালাতে পারবে না: এসপি কার্যালয়ের উদ্বোধনে স্পষ্ট বার্তা অভিষেকের

এদিকে এই ঘটনার প্রেক্ষিতে অসমের বিজেপি সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে মেবানি অভিযোগ করেন, প্রধানমন্ত্রী মোদীর বিরুদ্ধে টুইট এবং পরবর্তীতে মহিলা কনস্টেবলের উপর কথিত হামলার জন্য তাকে গ্রেপ্তারের পিছনে বিজেপি ছিল। যা আদালত এখন “মিথ্যা মামলা” হিসাবে চিহ্নিত করেছে। তিনি বলেন, “ক্ষমতাসীন বিজেপি একজন মহিলাকে ব্যবহার করে আমার বিরুদ্ধে মামলা নথিভুক্ত করে ‘কাপুরুষোচিত কাজ’ করেছে। তবে আমি মাথা নত করব না।”




Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবার সন্ধেয় গড়িয়াহাটে আড্ডার আবহে প্রকাশিত হল কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি। উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ দোলা সেন,...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version