উল্টোডাঙা উড়ালপুলে ফের দুর্ঘটনা। শনিবার সকালে উড়ালপুলের উপর দিয়ে ছুটে চলা একটি বাইক নিয়ন্ত্রণ হারিয়ে পাশের গার্ডওয়ালে ধাক্কা মারে। বাইক আরোহী ছিটকে নিচে পড়ে যান । সঙ্কটজনক অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় বাসিন্দারা হাসপাতালে ভর্তি করেন। পরে হাসপাতালে তার মৃত্যু হয়। শনিবার সকাল ৯টা নাগাদ এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বিবরণ থেকে জানা গেছে, ইএম বাইপাস থেকে লেকটাউনের দিকে যাওয়ার সময়, উল্টোডাঙা উড়ালপুলের গার্ডওয়ালে ধাক্কা মেরে ছিটকে নীচে পড়ে যান বাইক আরোহী।
