রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাবে এবার কোপ পড়ল আকাশপথেও। বিমানের জ্বালানির(Aircraft fuel) দাম বেড়ে রবিবার তৈরি হলো নয়া রেকর্ড। এক ধাক্কায় ৩.২২ শতাংশ দাম বাড়লো অ্যাভিয়েশন টারবাইন ফুয়েলের (ATF)। এখন প্রশ্ন, ঠিক কতটা প্রভাব পড়তে চলেছে বিমান ভাড়ায়(Air Fare)?
চলতি বছর এই নিয়ে ৯ বার বাড়ল এটিএফের(ATF) দাম। সাধারণত প্রতি মাসের ১ ও ১৫ তারিখে এই দাম পরিবর্তিত হয়। রবিবারের হিসেব বলছে দিল্লিতে(Delhi) প্রতি কিলোলিটারের দাম বেড়েছে ৩৬৪৯ টাকা ১৩ পয়সা। এবার এক কিলোলিটার এটিএফ কিনতে সংস্থাগুলির খরচ হবে ১ লক্ষ ১৬ হাজার ৮৫১ টাকা ৪৬ পয়সা।
এই ভাড়া বৃদ্ধির ফলে মেট্রো শহরগুলিতে যেমন মুম্বই, কলকাতা ও চেন্নাইয়ে এই জ্বালানির দাম বেড়ে হল:-
মুম্বই(Mumbai): ১,১৫ ,৬১৭. ২৪ টাকা
কলকাতা(Kolkata): ১,২১, ৪৩০.৪৮ টাকা
চেন্নাই(Chennai): ১, ২০,৭২৮.০৩ টাকা
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের(Russia Ukraine war) আবহে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বাড়ছে । আর সেই জের পড়েছে ভারতের বাজারেও। গত বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় (Mamata Banerjee) বিমানের জ্বালানির উপরে শুল্ক কমানোর দাবি জানিয়েছিলেন কেন্দ্রকে। যেহেতু বিমানের খরচের প্রায় ৪০ শতাংশই জ্বালানিতে খরচ হয় ।স্বভাবতই এবার বিমানের ভাড়া বৃদ্ধির আশঙ্কা করছেন সবাই।