রিজেন্ট পার্ক থানার এলাকায় এক প্রোমোটারের রহস্যজনক মৃত্যু ঘিরে ধোঁয়াশা তৈরি হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান সম্ভবত মানসিক অবসাদের কারণে ওই প্রোমোটার আত্মঘাতী হয়ে থাকতে পারেন। তবে খুনের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ওই প্রোমোটারের নাম সুশান্ত মুখোপাধ্যায়। বয়স ৫০ । রিজেন্ট পার্ক থানা এলাকায় রিজেন্ট কলোনির বাসিন্দা ছিলেন তিনি। দীর্ঘদিন ধরে প্রোমোটিংয়ের ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন সুশান্তবাবু। কলকাতার বেশ কয়েকটি এলাকায় একসঙ্গে কাজ চলছিল সুশান্তর। সম্প্রতি বাজারে বহু টাকা ধার হয়ে গিয়েছিল বলে খবর। তা নিয়ে মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। রবিবার সকালে বাড়ি থেকে উদ্ধার হয় প্রোমোটারের ঝুলন্ত দেহ।
