সেনাবাহিনীতে চাকরী দেওয়ার নামে প্রতারণা, কলকাতা থেকে গ্রেফতার যোগীরাজ্যের ৫ দুষ্কৃতী

সেনাবাহিনীতে চাকরী দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগে গ্রেফতার হল ৫ দুষ্কৃতী। ধর্মতলা চত্বরে একটি হোটেলের সামনে থেকে কলকাতা পুলিশের গুন্ডাদমন শাখার হাতে গ্রেফতার হয় তারা। পুলিশ সূত্রের খবর, উচ্চপদস্থ সেনা অফিসার পরিচয় দিয়ে চাকরির টোপ দিয়ে টাকা হাতানোর অভিযোগে তাঁদের গ্রেফতার করা হয়েছে। ধৃতরা সকলেই উত্তরপ্রদেশের বাসিন্দা। ধৃতদের বিরুদ্ধে বিভিন্ন ধারায় একাধিক মামলা রুজু করেছে নিউ মার্কেট থানার পুলিশ।




আরও পড়ুন:ঈদ ও অক্ষয় তৃতীয়া উপলক্ষে দেশবাসীকে টুইটে শুভেচ্ছা জানালেন মমতা ও অভিষেক

সোমবার রাতে কলকাতা পুলিসের গুন্ডাদমন শাখা অভিযান চালিয়ে এই চক্রের মূল অভিযুক্ত-সহ পাঁচ জনকে গ্রেফতার করে। ধৃতরা হল শিবম পাণ্ডে, রোহিত কুমার গুপ্তা, জিতেন্দ্র কুমার, অভিষেক কুমার গৌতম ও উমাকান্তি যাদব। দীর্ঘদিন ধরেই এরা চাকরীপ্রার্থীদের কাছে নিজেদের উচ্চপদস্থ ভারতীয় সেনাবাহিনীর পরিচয় দিয়ে লক্ষ লক্ষ টাকা প্রতারণা করেছে বলে অভিযোগ।

পুলিশ জানিয়েছে, ধৃতদের কাছ থেকে বেশ কিছু ভুয়ো পরিচয়পত্র, সেনাবাহিনীতে যোগদানের ফর্ম পাওয়া গিয়েছে।অনেকদিন ধরেই এদের খোঁজে তল্লাশি চালাচ্ছিল পুলিশ। এদিন গোপন সূত্রে খবর পেয়ে ধর্মতলা -সহ কলকাতার একাধিক এলাকা থকে গ্রেফতার করা হয় এই প্রতারকদের।

Previous articleঈদ ও অক্ষয় তৃতীয়া উপলক্ষে দেশবাসীকে টুইটে শুভেচ্ছা জানালেন মমতা ও অভিষেক
Next articleদেশবাসীকে অক্ষয় তৃতীয়া ও ঈদের শুভেচ্ছাবার্তা রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর