Monday, May 5, 2025

নেপালের(Nepal) এক নাইট ক্লাবে অন্য রূপে ধরা দিলেন কংগ্রেস(Congress) সাংসদ রাহুল গান্ধী(Rahul Gandhi)। সম্প্রতি রাহুলের নাইটক্লাবের সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা যাচ্ছে বন্ধুদের সঙ্গে নাইটক্লাবে হুল্লোড় করছেন রাহুল গান্ধী। রঙিন আলোতে ভেসে যাচ্ছে রাহুলের মুখ। ভিডিও প্রকাশ্যে আসার পর কংগ্রেসকে আক্রমণ শানিয়েছে বিজেপি। যদিও কংগ্রেসের তরফে জানানো হয়েছে, এক বন্ধুর বিয়েতে কাঠমাণ্ডু গিয়েছিলেন সাংসদ। একান্ত ব্যক্তিগত সফর। এর মধ্যে অন্যায়ের কী রয়েছে?

রাহুলের ভিডিও ভাইরাল হওয়ার পর টুইটে সেই ভিডিও তুলে ধরে কটাক্ষ করেন অমিত মালব্য। টুইটে তিনি লেখেন, “গোটা মুম্বই যখন অবরুদ্ধ, তখন রাহুল গাঁধী একটি নাইট ক্লাবে। যখন তাঁর দলে একের পর বিস্ফোরক ঘটনা ঘটছে তখন তিনি নাইট ক্লাবে। এ ব্যাপারে তিনি ধারাবাহিকতা বজায় রাখলেন।” যদিও মালব্যের এহেন কটাক্ষের পাল্টা জবাব দিয়েছেন কংগ্রেস মুখপাত্র রণদীপ সিং সুর্যেওয়ালা।

আরও পড়ুন:প্লাস্টিকের বোতল পুনরায় ব্যবহারে অভিনব ভাসমান পরিবেশবান্ধব দ্বীপ

এদিন পাল্টা রণদীপ বলেন, “বন্ধুর বিয়েতে যোগ দিতে কাঠমান্ডুতে রয়েছেন রাহুল গান্ধী। তিনি সেখানে ব্যক্তিগত সফরে রয়েছেন।'” পাশাপাশি গেরুয়া শিবিরকে তোপ দেগে তিনি বলেন, “কেন ওরা বিদ্যুৎ সংকট, মুদ্রাস্ফীতি সম্পর্কিত প্রশ্নের উত্তর দিচ্ছে না, রাহুল গান্ধীর সমালোচনার জন্য ওদের হাতে প্রচুর সময় রয়েছে। রাহুল গান্ধী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মতো অনাহূত অতিথি হয়ে যাননি। তিনি বন্ধুর বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে নেপালে গিয়েছেন।”




Related articles

দাদাসাহেব ফালকে ফিল্ম ফেস্টিভ্যালে সেরা অভিনেত্রী পর্দার ‘বিনোদিনী’, রুক্মিণীকে শুভেচ্ছা দেবের

বাংলার নাট্য সম্রাজ্ঞীর জীবনকে বড়পর্দায় নিখুঁতভাবে ফুটিয়ে দর্শকের প্রশংসা করিয়েছিলেন রুক্মিণী মৈত্র (Rukmini Maitra)। এবার 'বিনোদিনী, একটি নটীর...

চেনা মেজাজে মুখ্যমন্ত্রী, বহরমপুরে আচমকা ঢুকলেন প্রতিমাশিল্পীর বাড়ি

জনসংযোগ জননেত্রীর। বালিগঞ্জ হোক কিংবা বহরমপুর মমতা বন্দ্যোপাধ্যায় সব জায়গাতেই মিশে যান মানুষের ভিড়ে। মানুষের ঘরে। হ্যাঁ, ঘরে।...

পিএফ বঞ্চনার প্রতিবাদ! চা-বাগান মালিকদের বিরুদ্ধে বড় লড়াইয়ের ডাক আইএনটিটিইউসির

চা-বাগানের শ্রমিকদের প্রভিডেন্ট ফান্ড (পিএফ) বঞ্চনার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে শিলিগুড়ি পিএফ অফিসের সামনে অবস্থান বিক্ষোভে অংশ নিলেন...

টুটুকে নিয়ে মিলল না সমাধান, ফের হবে বৈঠক

টুটু বোসের(Tutu Bose) পদত্যাগ গ্রহনের সিদ্ধান্ত ঝুলেই রইল। সোমবারের বৈঠকেও মিলল না সমাধান। পরের সপ্তাহে ফের মোহনবাগানের(Mohunbagan) কার্যকরী...
Exit mobile version