Tuesday, August 26, 2025

CAA কবে হবে? বঙ্গ সফরের আগেই অস্বস্তি বাড়িয়ে শাহকে চিঠি দলের ৯ মতুয়া বিধায়কের

Date:

Share post:

সফর সূচি নিয়ে ধোঁয়াশা ও বিভ্রান্তি তৈরি হলেও আগামিকাল ৫ মে বৃহস্পতিবার বঙ্গ সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তবে স্বরাষ্ট্রমন্ত্রকের নতুন সূচিতে দেখা গিয়েছে, মূলত তিনি আসছেন সরকারি কর্মসূচিতে। রাজনৈতিক ও সাংগঠনিক কর্মসূচির কথা শোনা গেলেও তা নিয়ে যথেষ্ট ধোঁয়াশা রয়েছে রাজ্য নেতাদের মধ্যেই।


আরও পড়ুন: জমি মাফিয়া হিসেবে অভিযুক্তদের তালিকায় সিপিআইএম নেতা জীবেশ সরকার!

এদিকে একসময় ডেইলি পাসেঞ্জারি করা শাহের একুশের বিধানসভা নির্বাচনে গোহারের পর এটাই প্রথম বঙ্গ সফর। একের পর ভোটে বিপর্যয়ের পর রাজ্য বিজেপিতে এখন মুষল পর্ব চলছে। তার মাঝেই অমিত শাহের রাজ্য সফর রাজনৈতিকভাবে খুব তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।


এই সফরে শেষ পর্যন্ত যদি অমিত শাহ রাজ্য নেতা ও দলীয় সাংসদ-বিধায়কদের সঙ্গে বৈঠকে মিলিত হন, সেক্ষেত্রে তাঁর জন্য বেশকিছু ইস্যুতে চরম অস্বস্তি অপেক্ষা করছে। একদিকে, দলীয় কোন্দল মেটানো যেমন চ্যালেঞ্জের, ঠিক সেই সময় অস্বস্তি বাড়িয়ে মতুয়া সম্প্রদায়ের ৯ বিধায়ক ঠিক করেছেন তাঁরা স্বরাষ্ট্রমন্ত্রীকে সিএএ নিয়ে প্রশ্ন করবেন। কার্যত দীর্ঘদিন ধরেই সিএএ আইন লাগু হওয়া নিয়ে মতুয়ারা দাবি জানিয়ে আসছে। প্রসঙ্গত, অমিত শাহ এবং তাঁর মন্ত্রকের তরফ থেকেও একাধিকবার বলা হয়েছে আইন কার্যকর করার প্রক্রিয়া চলছে। কিন্তু এখনও পর্যন্ত সেই আইন লাগু করা হয়নি।

বিজেপি সূত্রে খবর, রানাঘাট ও বনগাঁ লোকসভার মতো মতুয়া অধ্যুষিত এলাকার বিজেপির এই ৯ জন বিধায়ক স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি পাঠিয়েছেন। তাঁরা জানতে চাইবেন, সিএএ নিয়ে ফলাও প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, কিন্তু এখন তা কার্যকর হল না কেন বা সিএএ নিয়ে আর কতদিন অপেক্ষ করতে হবে তাঁদের? এখন দেখার শেষপর্যন্ত অমিত শাহ মতুয়া বিধায়কদের সঙ্গে বৈঠকে মিলিত হবেন কিনা, আর বৈঠক করলে সিএএ নিয়ে তাঁর উত্তর কী হয়।

spot_img

Related articles

২৮ অগাস্ট পরীক্ষা পিছিয়ে দেওয়ার আর্জি অধ্যক্ষদের, চিঠি মুখ্যমন্ত্রী -শিক্ষামন্ত্রীকেও

তৃণমূল ছাত্রপরিষদের (টিএমসিপি) প্রতিষ্ঠা দিবসকে ঘিরে ফের সরগরম হয়ে উঠল কলকাতা বিশ্ববিদ্যালয়। আগামী ২৮ অগাস্ট বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলিতে...

বদমেজাজি! আমার ছবি এমনিও হলে চলে না, অকপট স্বীকারক্তি অঞ্জন দত্তের 

অভিনেতা–পরিচালক অঞ্জন দত্তকে নিয়ে দীর্ঘদিন ধরেই রয়েছে নানা বিতর্ক। অনেকেই তাঁকে ‘ঠোঁটকাটা’ বা ‘বদমেজাজি’ আখ্যা দেন। তবে এ...

চাঞ্চল্যকর ঘটনা পূর্ব মেদিনীপুরে! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক

রোমহর্ষক ঘটনা! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক। ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে পূর্ব মেদিনীপুরের ভগবানপুর...

একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস! মঙ্গলে জেলা সফরে বর্ধমানে মুখ্যমন্ত্রী

আগামিকাল, মঙ্গলবার বর্ধমানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা সফর ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতিমধ্যেই সাজিয়ে তোলা হয়েছে...