Thursday, December 4, 2025

CAA কবে হবে? বঙ্গ সফরের আগেই অস্বস্তি বাড়িয়ে শাহকে চিঠি দলের ৯ মতুয়া বিধায়কের

Date:

Share post:

সফর সূচি নিয়ে ধোঁয়াশা ও বিভ্রান্তি তৈরি হলেও আগামিকাল ৫ মে বৃহস্পতিবার বঙ্গ সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তবে স্বরাষ্ট্রমন্ত্রকের নতুন সূচিতে দেখা গিয়েছে, মূলত তিনি আসছেন সরকারি কর্মসূচিতে। রাজনৈতিক ও সাংগঠনিক কর্মসূচির কথা শোনা গেলেও তা নিয়ে যথেষ্ট ধোঁয়াশা রয়েছে রাজ্য নেতাদের মধ্যেই।


আরও পড়ুন: জমি মাফিয়া হিসেবে অভিযুক্তদের তালিকায় সিপিআইএম নেতা জীবেশ সরকার!

এদিকে একসময় ডেইলি পাসেঞ্জারি করা শাহের একুশের বিধানসভা নির্বাচনে গোহারের পর এটাই প্রথম বঙ্গ সফর। একের পর ভোটে বিপর্যয়ের পর রাজ্য বিজেপিতে এখন মুষল পর্ব চলছে। তার মাঝেই অমিত শাহের রাজ্য সফর রাজনৈতিকভাবে খুব তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।


এই সফরে শেষ পর্যন্ত যদি অমিত শাহ রাজ্য নেতা ও দলীয় সাংসদ-বিধায়কদের সঙ্গে বৈঠকে মিলিত হন, সেক্ষেত্রে তাঁর জন্য বেশকিছু ইস্যুতে চরম অস্বস্তি অপেক্ষা করছে। একদিকে, দলীয় কোন্দল মেটানো যেমন চ্যালেঞ্জের, ঠিক সেই সময় অস্বস্তি বাড়িয়ে মতুয়া সম্প্রদায়ের ৯ বিধায়ক ঠিক করেছেন তাঁরা স্বরাষ্ট্রমন্ত্রীকে সিএএ নিয়ে প্রশ্ন করবেন। কার্যত দীর্ঘদিন ধরেই সিএএ আইন লাগু হওয়া নিয়ে মতুয়ারা দাবি জানিয়ে আসছে। প্রসঙ্গত, অমিত শাহ এবং তাঁর মন্ত্রকের তরফ থেকেও একাধিকবার বলা হয়েছে আইন কার্যকর করার প্রক্রিয়া চলছে। কিন্তু এখনও পর্যন্ত সেই আইন লাগু করা হয়নি।

বিজেপি সূত্রে খবর, রানাঘাট ও বনগাঁ লোকসভার মতো মতুয়া অধ্যুষিত এলাকার বিজেপির এই ৯ জন বিধায়ক স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি পাঠিয়েছেন। তাঁরা জানতে চাইবেন, সিএএ নিয়ে ফলাও প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, কিন্তু এখন তা কার্যকর হল না কেন বা সিএএ নিয়ে আর কতদিন অপেক্ষ করতে হবে তাঁদের? এখন দেখার শেষপর্যন্ত অমিত শাহ মতুয়া বিধায়কদের সঙ্গে বৈঠকে মিলিত হবেন কিনা, আর বৈঠক করলে সিএএ নিয়ে তাঁর উত্তর কী হয়।

spot_img

Related articles

সন্দেশখালি কাণ্ডে আরও চাপে শেখ শাহজাহান! হাইকোর্টে বিস্ফোরক রিপোর্ট সিবিআইয়ের

আরও বিপাকে সন্দেশখালির শেখ শাহজাহান ও তাঁর ঘনিষ্ঠরা। কলকাতা হাইকোর্টে জমা দেওয়া সিবিআই–এর সর্বশেষ অনুসন্ধানী রিপোর্টে দাবি করা...

আর জি কর চিকিৎসক অনিকেত মামলায় নতুন মোড়! সুপ্রিম কোর্টে রাজ্যের এসএলপি

আর জি কর মেডিক্যাল কলেজের চিকিৎসক ডাঃ অনিকেত মাহাতোর যোগদান সংক্রান্ত মামলায় নয়া মোড়। আগামী ৮ই ডিসেম্বর এই...

ফেডারেশনের অভিনব উদ্যোগ! টলিউডের শিল্পী-কলাকুশলীদের মানসিক স্বাস্থ্য রক্ষায় কাউন্সেলিং

সভাপতি স্বরূপ বিশ্বাসের (Swarup Biswas) উদ্যোগে অভিনব উদ্যোগ নিল ফেডারেশন। টলিউডের শিল্পী-কলাকুশলীদের মানসিক স্বাস্থ্য রক্ষায় ফেডারেশনের অফিসে মাসে...

বিজাপুরে বড়সড় অভিযান, সংঘর্ষে মৃত মাওবাদীর সংখ্যা বেড়ে ১৮

ছত্রিশগড়ের বিজাপুরে নিরাপত্তাবাহিনীর সঙ্গে দীর্ঘ গুলিযুদ্ধের পরে উদ্ধার হল আরও ছয় মাওবাদীর দেহ। বৃহস্পতিবার পুলিশের তরফে জানানো হয়েছে,...