Corona Update:ফের মাথাচাড়া দিচ্ছে করোনা,বুস্টার নিয়ে বিশেষ বৈঠক

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য জানাচ্ছে, এখনও পর্যন্ত দেশে ১৮৯ কোটি ৪৮ লক্ষের বেশি ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে গতকাল ভ্যাকসিন পেয়েছেন সাড়ে ৪ লক্ষের বেশি। জোর দেওয়া হচ্ছে বুস্টার ডোজেও।

কিছুতেই আর স্বস্তি মিলছে না, আইসিএমআর(ICMR) যতই আশ্বাস দিক না কেন, করোনার (Corona) নতুন ভ্যারিয়েন্ট নিয়ে পুরোপুরি চিন্তা মুক্ত হওয়া যাচ্ছে না এখনই। গত ২৪ ঘণ্টাতে যেমন আক্রান্তের হার বৃদ্ধি পেল প্রায় ২৫ শতাংশ।

বুধবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare)দেওয়া তথ্য ও পরিসংখ্যান অনুযায়ী, গত একদিনে করোনা (Corona)আক্রান্ত হয়েছেন ৩,২০৫ জন। গতকালের থেকে যা বেশ খানিকটা বেশি। দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা (Active corona case) গত ২৪ ঘণ্টায় ফের ঊর্ধ্বমুখী। দেশে এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২৩ হাজার ৯২০। একদিনে মৃত্যু ৩১জন।

মোদি জমানায় সংবাদ মাধ্যমের স্বাধীনতা সূচকে বিশ্বে ১৮০ দেশের মধ্যে ভারতের স্থান ১৫০

সুস্থতার হার নিয়ে নিশ্চিন্ত স্বাস্থ্য মন্ত্রক। পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ২৫ লক্ষ ৪৪ হাজার ৬৮৯ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন ২৮০২ জন। কিন্তু বুস্টার ডোজ নিতে মানুষের মধ্যে বাড়ছে অনীহা। কিন্তু করোনা সংক্রমণ যেভাবে বাড়ছে তার মোকাবিলায় একমাত্র অস্ত্র বুস্টার ডোজ বলছেন বিশেষজ্ঞরা। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য জানাচ্ছে, এখনও পর্যন্ত দেশে ১৮৯ কোটি ৪৮ লক্ষের বেশি ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে গতকাল ভ্যাকসিন পেয়েছেন সাড়ে ৪ লক্ষের বেশি। জোর দেওয়া হচ্ছে বুস্টার ডোজেও। দ্বিতীয় ডোজ এবং বুস্টার বা প্রিকশন ডোজের মধ্যে সময়ের ব্যবধান ৯ মাস থেকে কমিয়ে ৬ মাস করা যায় কি না, তা নিয়ে আজ কেন্দ্রের বিশেষজ্ঞ দলের বিশেষ বৈঠক।




Previous articleটানা ৬ দিন হাসপাতালে থাকার পর বাড়ি ফিরলেন অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়
Next articleকেন্দ্রীয় সরকারের অনুষ্ঠানে মন্ত্রীর উপস্থিতিতে হঠাৎ স্ক্রিনে ভেসে উঠল পর্নোগ্রাফি