Saturday, November 15, 2025

শহরের অন্যতম গুরুত্বপূর্ণ বিদ্যাসাগর সেতুর(Bidyasagar bridge) উপর সর্বক্ষণ নজরদারির জন্য বিশেষ দল গঠন করা হচ্ছে। ইঞ্জিনিয়ার এবং প্রশিক্ষিত কর্মীদের নিয়ে ওই দল গঠন করা হবে। প্রশানিক সূত্রে জানা গিয়েছে সেতুর রক্ষণাবেক্ষণের দ্বায়িত্বে থাকা হুগলি রিভার ব্রিজ কমিশনার এইচআরবিসি-র(HRBC) পরিকাঠামো জনিত সমস্যার কারণে সর্বক্ষণ নজরদারি সম্ভব হচ্ছে না। এর ফলে সেতুর আলো, রাস্তা, রেলিং ইত্যাদি মেরামতির কাজে ফাঁক থেকে যাচ্ছে।

কলকাতার সঙ্গে হাওড়া এবং রাজ্যের সচিবালয় নবান্নের সংযোগ সাধন হয় বিদ্যাসাগর সেতুর মাধ্যমে। তাই এবার বাইরের পেশাদার এজেন্সি নিয়োগ করে নজরদারির দ্বায়িত্ব দেওয়া হচ্ছে।
এই দলের প্রধান কাজ হবে দিনভর সেতুর উপর নজর রাখা। সামান্যতম ত্রুটি-বিচ্যুতি থাকলে সঙ্গে সঙ্গে সারানো হবে। সম্প্রতি বিদ্যাসাগর সেতুর রক্ষণাবেক্ষণ নিয়ে একাধিক অভিযোগ সামনে এসেছে। ঘটেছে একাধিক দুর্ঘটনাও। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ বহু ভিভিআইপির নিয়মিত যাতায়াতের পথ এই সেতুর রক্ষণাবেক্ষণ নিয়ে মুখ্যমন্ত্রীও ঘনিষ্ঠ মহলে উষ্মা প্রকাশ করেছেন। তার পরেই এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে।

আরও পড়ুন:মসজিদে লাউড স্পিকার বাজানো নিয়ে হুমকির জেরে রাজ ঠাকরের বিরুদ্ধে FIR

প্রশাসনিক সূত্রে খবর, নজরদারি দল প্রতি দিন তিন বার করে সেতু খুঁটিয়ে পরীক্ষা করবে। সেতুর রাস্তা যাতে মসৃণ থাকে, সে ব্যবস্থা করার পাশাপাশি রেলিং মেরামতি, ক্র্যাশ বেরিয়ার, আলো ঠিকঠাক রাখা, জঞ্জাল সাফাই এবং জমা জল সরানোর কাজে ব্যবহার করা হবে টিমকে। দলে একজন ওয়েল্ডার, লাইসেন্সধারী ইলেকট্রিশিয়ান, সাফাইকর্মী এবং হেল্পার থাকবেন। একজন ইনস্পেকশন ইঞ্জিনিয়ার প্রতিদিন খতিয়ে দেখবেন, সেতুতে কোনও সমস্যা আছে কি না। সামান্যতম অসঙ্গতি দেখা দিলেই তিনি এজেন্সিকে খবর দেবেন। এইচআরবিসি-র চিফ প্রজেক্ট ম্যানেজার-সহ দায়িত্বপ্রাপ্ত পদাধিকারীদের গোচরেও আনবেন বিষয়টি। যাতে যুদ্ধকালীন তৎপরতায় মেরামতির কাজ করা যায়। আগামী দিনে কলকাতার অন্যান্য উড়ালপুল গুলিতে নজরদারির জন্য একই রকম দল গঠনের প্রস্তাব রয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে।




Related articles

আদিবাসী নেতা বিরসা মুন্ডার জন্মের সার্ধশতবর্ষপূর্তিতে সোশ্যাল মিডিয়ায় শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর

ইতিহাসের পাতায় মাতৃভূমির বীর পুত্র এবং কন্যাদের জন্ম প্রতিনিয়ত ভারতের চেতনার প্রকাশ ঘটিয়েছে। ভগবান বিরসা মুন্ডা নক্ষত্রমণ্ডলের অন্যতম...

দক্ষিণেশ্বর স্টেশনের কাছে সিগন্যালিংয়ের কাজ, ব্লু লাইনে মেট্রো চলছে বরাহনগর পর্যন্ত

সকাল সকাল ব্যাহত মেট্রো পরিষেবা (Metro Service Interrupted)। মেট্রো চলছে শহিদ ক্ষুদিরাম থেকে বরাহনগর পর্যন্ত। ব্লু লাইনে দক্ষিণেশ্বর...

শীতের অনুভূতিতে বাধা, কার্তিকের শেষ লগ্নে চড়বে পারদ জানালো হাওয়া অফিস

ভোররাত থেকে সকাল পর্যন্ত রাজ্যজুড়ে চলতে থাকার শীতের আমেজে এবার সাময়িক বিরাম। আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Department)...

লালকেল্লার কাছে বিস্ফোরণ কাণ্ডে উত্তর দিনাজপুর থেকে গ্রেফতার মেডিক্যাল ছাত্র!

দিল্লির লালকেল্লার কাছে গাড়ি বিস্ফোরণের (Delhi Blast near Red fort) ঘটনায় এবার উত্তর দিনাজপুরের (North Dinajpur) সূর্যাপুর বাজার...
Exit mobile version