Monday, May 19, 2025

মসজিদে লাউড স্পিকার বাজানো নিয়ে হুমকির জেরে রাজ ঠাকরের বিরুদ্ধে FIR

Date:

মসজিদে লাউড স্পিকার বাজানো নিয়ে হুমকির জেরে এবার রাজ ঠাকরের (Raj Thakrey) বিরুদ্ধে অবশেষে এফআইআর (FIR) দায়ের করল মুম্বই পুলিশ। লাউডস্পিকারে আজান (Azan) বাজানো হলেই মসজিদের সামনে পালটা লাউডস্পিকারে হনুমান চালিশা (Hanuman Chalisa) পাঠ করা হবে বলে হুমকি দেন রাজ ঠাকরে। মঙ্গলবার, নিজের বাসভবনের সামনে দাঁড়িয়ে মহারাষ্ট্র নব নির্মাণ সেনা (MNC) প্রধান রাজ ঠাকরে ফের একই হুঁশিয়ারি দেন। বলেন, “আমি সমস্ত হিন্দুদের কাছে আবেদন করছি, ৪ মে, যেসব জায়গায় লাউডস্পিকারে আজানের শব্দ শুনতে পাওয়া যাবে, সেই সব জায়গায় লাউডস্পিকারে হনুমান চালিশা বাজাবেন। তখনই লাউডস্পিকারের সমস্যা বুঝতে পারবে ওরা।” ফলস্বরূপ বুধবার, সকালে মুম্বই (Mumbai) ও আশপাশের এলাকার অনেক মসজিদে লাউডস্পিকারে আজান বাজানো হয়নি। এরপরেই রাজের বিরুদ্ধে একাধিক ধারায় এফআইআর (FIR) দায়ের করেছে মুম্বই পুলিশ।

এদিকে, রাজের হুমকির পরে মহারাষ্ট্রের জালনা, ওসমানাবাদ, হিঙ্গোলি, পরভানি, ননদেদ, ননদুরবার, সিরদি ও শ্রীরামপুরের মসজিদগুলিতে লাউডস্পিকার বন্ধ রাখা হয়। অভিযোগ, আদালতের নির্দেশ সত্ত্বেও চারকপ এলাকায় মসজিদের সামনে লাউডস্পিকারে হনুমান চালিশা বাজায় মহারাষ্ট্র নব নির্মাণ সেনার কর্মী-সমর্থকরা। উত্তেজনা ছড়ানোর অভিযোগে রাজ্যে ২৬০ জন MNC সমর্থককে আটক করেছে পুলিশ। তবে এতসবের পরেও লাউডস্পিকারে আজান বাজানোর বিরুদ্ধে আন্দোলন চলবে বলে জানিয়েছেন রাজ।




Related articles

ওবিসি সংরক্ষণ নিয়ে জটিলতা! যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আপাতত স্থগিত ভর্তিপ্রক্রিয়া

ওবিসি সংরক্ষণ সংক্রান্ত মামলাটি সুপ্রিম কোর্টে বিচারাধীন থাকায় চলতি শিক্ষাবর্ষে উচ্চশিক্ষায় ভর্তির ক্ষেত্রে সৃষ্টি হয়েছে নানা জটিলতা। সেই...

রানিগঞ্জ কয়লাখনি অঞ্চলে পুনর্বাসন প্রকল্পে জোরদার অগ্রগতি, ৫০% ফ্ল্যাট নির্মাণ সম্পূর্ণ

রানিগঞ্জ কয়লাখনি অঞ্চলে আগুন ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসনের লক্ষ্যে গৃহায়ন দফতরের বিশাল আবাসন প্রকল্প জোরকদমে এগোচ্ছে। ২০২৪-২৫...

নিরাপত্তারক্ষী পুলিশের কনস্টেবলকে লক্ষ্য করে গুলি! নদিয়ায় ৩টি আগ্নেয়াস্ত্র-সহ ধৃত তৃণমূল নেতা

ঘুমোতে যাওয়া নিয়ে বচসা। তার জেরে নিজেরই নিরাপত্তারক্ষীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছে তৃণমূল নেতা সেজাজুল হক...

বাংলার বদনামের প্রতিবাদ করুন: শিল্পমহলকে আহ্বান মুখ্যমন্ত্রীর

বাংলায় শিল্প হয় না। বারবার এই অভিযোগ তোলে বিরোধীরা। কিন্তু একের পর একর বাণিজ্য সম্মেলন ও শিল্পস্থাপনই প্রমাণ...
Exit mobile version