Twitter: এখন থেকে টুইট করতেও টাকা লাগবে, সিদ্ধান্ত মাস্কের

বিনামূল্যে যখন তখন যা খুশি টুইট করার দিন শেষ। টুইট করতেও এখন থেকে টাকা দিতে হবে । বুধবার নিজেই একটি টুইট করে এই সিদ্ধান্তের কথা টুইটারের নতুন মালিক মার্কিন ধনকুবের এলেন মাস্ক। মাস্ক স্পষ্ট করে দিয়েছেন যে সাধারণ নাগরিকদের থেকে তিনি কোনও টাকা নেবেন না। কিন্তু সরকার, সরকারি সংস্থা , সরকার অধিকৃত সংস্থা এবং প্রতিটি বাণিজ্যিক সংস্থার টুইটার হ্যান্ডল ব্যবহারকারীদের কাছে থেকে টাকা নেবে মাইক্রোব্লগিং সংস্থা টুইটার। যদিও কবে থেকে কত টাকা করে দিতে হবে তা এখনো ঠিক করা হয়নি। তবে মাস্ক বলেছেন এই টাকা খুব বড় কিছু হবে না। টুইটার সংস্থাকে আরো বেশি করে সকলের কাছে পৌঁছে দিতে এই পদক্ষেপ বলে জানিয়েছেন মাস্ক।

গত ২৫ মার্চ টুইটার সংস্থাটি কিনে নেন এলেন। ৪,৪০০ কোটি ডলার, ভারতীয় মুদ্রায় যা প্রায় ৩ লক্ষ ৩৬ হাজার ৭০২ কোটি ৫২ লাখ টাকা । এই পরিমাণ অর্থের বিনিময়ে মাইক্রোব্লগিং সাইট টুইটারের মালিকানা পান তিনি।