Friday, November 14, 2025

356-CBI দিয়ে হবে না, মমতাকে দেখে লড়াই শিখুন! রাজ্য নেতৃত্বকে পরামর্শ অমিত শাহের

Date:

দু’দিনের বঙ্গ সফরের শেষদিনে আজ ঠাসা কর্মসূচির মধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিউটাউনের হোটেলে প্রায় ঘন্টা দেড়েক দলের রাজ্য নেতৃত্ব, পদাধিকারী ও সাংসদ-বিধায়কদের নিয়ে সাংগঠনিক বৈঠক করেন। ভোট প্রচারে বা রাজনৈতিক সমাবেশে যতই “জুমলা” বা কুৎসা-মিথ্যা-অপপ্রচার করুন, বাংলার রাজনৈতিক বাস্তবতা যে তিনি বোঝেন এদিন দলের বৈঠকেই তা স্পষ্ট করলেন অমিত শাহ।

রাজ্যে প্রধান বিরোধী দল হিসেবে লড়াই করার দৃষ্টান্ত হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কেই তুলে ধরলেন অমিত শাহ। তাঁর পরামর্শ মনোবল হারিয়ে হতাশ হলে চলবে না। বিরোধী দলে থাকলে আক্রান্ত হতে হবে। বাম জমানায় মমতা সিপিএমের দ্বারা দিনের পর দিন আক্রান্ত-নিগৃহীত হয়েও লড়াইয়ের ময়দান থেকে সরে আসেননি। তাই বাড়িতে বসে যাঁরা ভাবছেন ম্যাজিক করে বাংলায় ক্ষমতায় চলে আসবে, তাঁরা একেবারে বসে পড়ুন, নতুবা পথে নেমে লড়াই করুন।

শুধু তাই নয়, দলীয় নেতৃত্বকে অমিত শাহ বুঝিয়ে দেন বাংলায় ক্ষমতায় আসতে হলে গণতান্ত্রিকভাবে রাজনৈতিক লড়াইয়ের মধ্যে দিয়েই তা অর্জন করতে হবে। ৩৫৬ ধারা বা CBI দিয়ে ক্ষমতায় আসা যায় না। রাজ্য নেতৃত্ব পরামর্শ দিয়ে তাঁর বার্তা, “বিশাল জনাদেশ নিয়ে আসা একটি নির্বাচিত রাজ্য সরকারের বিরুদ্ধে যা খুশি তাই করা যায় না। রাজনৈতিকভাবে লড়ে তৃণমূলকে পরাস্ত করতে শিখুন। শুধুমাত্র CBI দিয়ে বিরোধী নেতাদের গ্রেফতার করে ভোটে জেতা যায় না গণতান্ত্রিকভাবে লড়ার মানসিকতা আনুন।”

বিজেপি সূত্রে জানা গিয়েছে, ২০২৪ লোকসভা ভোটের আগে ফের নিয়ম করে রাজ্যে আসার ইঞ্জিত দিয়েছেন অমিত শাহ। বুথ স্তর থেকে সংগঠনকে ঢেলে সাজানো নির্দেশ দিয়েছেন তিনি। মনোবল না হারিয়ে ফের শূন্য থেকে শুরু করার বার্তা দেন অমিত শাহ। একইসঙ্গে রাজ্য বিজেপি সভাপতি তথা সাংসদ সুকান্ত মজুমদার এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে এ রাজ্যের সংগঠনের বিশেষ দায়িত্ব দিয়েছেন তিনি। অর্থাৎ, দিলীপ ঘোষ লবিকে এদিন কিছুটা গুরুত্বহীন করে দেন শাহ।

আরও পড়ুন- বাম আমালের তুলনায় কারিগরি শিক্ষায় ৪ গুণ এগিয়েছে বাংলা, জব ফেয়ারে বিপুল কর্মসংস্থান: হুমায়ুন

Related articles

শিশু দিবসে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা মমতা – অভিষেকের, নেহরুর জন্মদিন উপলক্ষেও শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর 

শিশুরাই আগামীর ভবিষ্যৎ, ১৪ নভেম্বর শিশু দিবসে (Childrens Day) শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা...

তেজস্বীর নয়া ইনিংস নাকি নীতীশের কামব্যাক, বিহারের রায় আজ

২৪৩ আসন বিশিষ্ট বিহার বিধানসভা (Bihar Assembly Election Result) কার দখলে থাকবে তা জানতে সকাল ৮টা থেকে শুরু...

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...
Exit mobile version