Wednesday, November 12, 2025

শরীর সম্পর্কে আজকাল কেই বা সচেতন নয়। জিম, যোগা, বিভিন্নরকম শরীরচর্চার পাশাপাশি ডায়েট এখন মাস্ট। রোগা-মোটা এসব নিয়ে আমরা কমবেশি সবাই সচেতন। তাই ডাক্তারের পরামর্শমত খাবারেও লাগাম বসাতে বাধ্য সকলেই। খারাপ খাবার হলেও খেতে হবে। আবার জিভে জল আনা খাবার হলে একটা ‘বিগ নো’ বলতে বাধ্য হই। তবে এমনটা কখনও ভেবেছেন কী, একটা দিন এমন যদি পাওয়া যেত যেদিন যা ইচ্ছা তেমন খাওয়া যেত। মানে বাংলায় যাকে বলে ভুরিভোজ! আজ এমনই একটা দিন। পাত পেড়ে খেয়ে ফেলুন যা মন চায়। ডায়েটকে বলুন বাই বাই। কারণ আজ ইন্টারন্যাশন্যাল নো ডায়েট ডে।

আরও পড়ুন:USA:আবহাওয়ার খামখেয়ালিপনা, সংকট মোকাবিলায় নতুন গবেষণা কেন্দ্র


জানেন কী কবে থেকে পালিত হয় ইন্টারন্যাশন্যল ডায়েট ডে?

১৯৯২ সালের ৬ মে প্রথম ব্রিটেনে পালিত হয় ‘NO Diet Day’। এরপর ধীরে ধোরে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ব্রাজিল, ভারতেও এই দিনটি পালিত হতে শুরু করে। বডি টাইপ, ফ্যাট ফোবিয়া নিয়ে সারা বিশ্বে সচেতনতা গড়ে তোলার উদ্দেশ্যেই প্রতি বছর এই দিনটি পালন করা হয়।


কেন পালিত হয় দিনটিঃ

ম্যারি ইভানস ইয়ং অতিরিক্ত ডায়েট মেনে চলার কারণে স্নায়ু রোগের সমস্যার শিকার হন। তখন তাঁর মনে হয়, স্বাস্থ্যের জন্যেই এমন একটা দিন অবশ্যেই রাখা দরকার, যেদিন মানুষ ডায়েট ভেঙে ইচ্ছামত যা খুশি খেতে পারবে। সেই শুরু। প্রত্যহমে তিনি ও তাঁর দুই মেয়ে ‘NO Diet Day’ -এর প্রচার শুরু করেন। আজ সারা বিশ্বে ছড়িয়ে দিনটি।


বলা চলে আজ হল পছন্দমত সবরকম খাওয়ার দিন। সর্বোপরি নিজেকে ভালোবাসার দিন । অতিরিক্ত ওজন অবশ্যি শরীরের জন্য খারাপ। তাই বলে অতিরিক্ত ডায়েটও আপনাকে সমস্যায় ফেলতে পারে। তাই নিজের উচ্চতা ও ওজনের মধ্যে সামঞ্জস্য বুঝে ডায়েট করা উচিত। অযথা মানসিক চাপ নেবেন না। তাতে ডায়েট করলেও শরীর খারাপ হতে পারে।

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version