মন্দির-মসজিদে লাউড স্পিকার(loudspeaker) লাগানোকে কেন্দ্র করে দেশজুড়ে জারি রয়েছে তরজা। মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশের মতো একাধিক রাজ্যে অনুমতি ছাড়া ধর্মীয় স্থানে লাউডস্পিকারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এরই মাঝে এই সংক্রান্ত এক মামলায় বড় নির্দেশ দিল এলাহাবাদ হাইকোর্ট(Allahabad High court)। আদালতের তরফের স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে মসজিদে লাউড স্পিকার টাঙানোর দাবি কখনোই মৌলিক অধিকারের মধ্যে পড়ে না। সম্প্রতি মসজিদের লাউড স্পিকার লাগানো অনুমতি চেয়ে বেশি হওয়া একটি আবেদন না করে একথা জানিয়ে দিয়েছে আদালত।

প্রসঙ্গত, গত বছরের ৩ ডিসেম্বর বদায়ুঁর বিসাউলি সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেটের জারি করা আদেশকে চ্যালেঞ্জ করে ইরফান নামে জনৈক ব্যক্তি মসজিদে লাউডস্পিকার লাগানোর অনুমতি চেয়েছিলেন। আজানের প্রার্থনা শোনানোর জন্য ধোরানপুর গ্রামের নুরি মসজিদে লাউডস্পিকার বসানোর অনুমতি দেননি সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট। ইরফান সেই পদক্ষেপের পালটা লাউডস্পিকার লাগানোর অধিকার চান। আবেদনে ইরফান ম্যাজিস্ট্রেটের আদেশকে ‘বেআইনি’ ও ‘মৌলিক, আইনি হকের পরিপন্থী’ আখ্যাও দেন। কিন্তু বিচারপতি বিবেক কুমার বিড়লা ও বিচারপতি বিকাশের ডিভিশন বেঞ্চের স্পষ্ট মত, আইন বলে যে মসজিদে লাউডস্পিকার বাজানোর সাংবিধানিক অধিকার নেই।