Monday, November 10, 2025

হঠাৎ ভয়াবহ বিস্ফোরণ টাটা ইস্পাত কারখানায়, আহত একাধিক

Date:

ঝাড়খণ্ডের জামশেদপুরে(Jamshedpur) টাটা ইস্পাত কারখানায় (Tata Steel Plant) ভয়াবহ বিস্ফোরণ। তার জেরে কারখানার কোক প্ল্যান্টে ভয়ঙ্কর আগুন লেগে যায়।এই অগ্নিকান্ডের ফলে কোনও প্রাণহানির ঘটনা না ঘটলেও আহত হয়েছে একাধিক কর্মী বলেই জানা গেছে। আগুনে লেলিহান শিখায় ঝলসে আহত হয়েছেন অন্তত তিনজন শ্রমিক। ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী। দমকলের একাধিক ইঞ্জিনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসে। আহতদের  টাটা মেডিকেল  হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে প্রায় ১১ জন চিকিৎসকের একটি দল তাঁদের চিকিৎসা করছেন বলে জানা গেছে।

এই দুর্ঘটনাটি ঘটেছে আজ সকাল ১০টা বেজে ২০ মিনিট নাগাদ। আচমকা কোক প্ল্যান্টের ৬ নম্বর ব্যাটারির গ্যাস লাইনে বিস্ফোরণ হয়। বর্তমানে ওই ব্যাটারিটিতে কাজ বন্ধ রয়েছে এবং সেটা ভাঙার কাজই করা হচ্ছিল। স্থানীয় সূত্রের খবর, আচমকা তীব্র বিস্ফোরণের শব্দ শোনা যায়। মূহুর্তে ছড়িয়ে পড়ে আগুন। ওয়েল্ডিং করে লিকেজ আটকানোর কাজ চলছিল। মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন জানিয়েছেন, জেলা প্রশাসনের সঙ্গে সংস্থার আধিকারিদের ইতিমধ্যেই কথা হয়েছে। সকলে মিলে একসঙ্গে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে।

আরও পড়ুন:দেশবাসীকে যন্ত্রণা দেওয়া বন্ধ করুন: ব্যাপক মূল্যবৃদ্ধিতে মোদি সরকারকে তোপ মমতার

ঠিক কী কারণে বিস্ফোরণটি ঘটে এবং আগুন লাগে তা নিয়ে তদন্ত করা হচ্ছে। তবে এখন আগুন নিয়ন্ত্রণে বলেই জানা গেছে। এর আগে ২০১৩ সালে জামশেদপুরের টাটা স্টিল প্ল্যান্টে একটি  বিস্ফোরণ হয়েছিল। তখন ১১ জন কর্মী আহত হন। প্রসঙ্গত: জামশেদপুর টাটা ইস্পাত কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন জামশেদজি টাটা। টাটা সংস্থাকে ঘিরেই সেখানে নগরপত্তন হয়।তাই এই সংস্থার সঙ্গে গোটা জামশেদপুর এক সূত্রে বাঁধা।




Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version