Tuesday, November 11, 2025

দেশবাসীকে যন্ত্রণা দেওয়া বন্ধ করুন: ব্যাপক মূল্যবৃদ্ধিতে মোদি সরকারকে তোপ মমতার

Date:

সাধারণ মানুষের জীবনকে আর দুর্বিষহ করে রান্নার গ্যাসের দাম আরও ৫০ টাকা বেড়ে হয়েছে ১০২৪ টাকা। পেট্রোল-ডিজেল, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের সঙ্গে এবার রান্নার গ্যাসের(LPG) দাম একধাক্কায় এভাবে বেড়ে যাওয়ায় মোদি সরকারকে(Modi Govt) তীব্র আক্রমণ শানালের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। শুক্রবার মোদি সরকারকে তুলোধনা করে তিনি লিখলেন, ‘বিজেপি সরকার দেশে Great Indian Loot চালাচ্ছে। দেশবাসীকে এভাবে যন্ত্রণা দেওয়া অবিলম্বে বন্ধ করুন।’

একধাক্কায় ৫০ টাকা রান্নার গ্যাসের মুল্যবৃদ্ধির পর শনিবার টুইট করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, “দেশবাসীকে এভাবে যন্ত্রণা দেওয়া অবিলম্বে বন্ধ করতে হবে কেন্দ্রীয় সরকারকে।” পাশাপাশি তিনি আর লেখেন, দফায় দফায় দাম বাড়ছে পেট্রোল-ডিজেল, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের সঙ্গে এবার রান্নার গ্যাসের। বিজেপি সরকার আসলে দেশে Great Indian Loot চালাচ্ছে। মানুষকে বোকা বানানো হচ্ছে। এবং অত্যন্ত দুঃখজনক সংবাদ মাধ্যম এবিষয়ে নীরব থেকে না দেখার ভান করছে।”

 

শুধু তাই নয়, একধাক্কায় রান্নার গ্যাসের দাম ৫০ টাকা বেড়ে যাওয়ার পর বর্তমান কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির অতীতের টুইট তুলে ধরে তাঁকে ও বিজেপি সরকারকে আক্রমণ শানিয়েছেন তৃণমূল নেত্রী কাকলি ঘোষ দস্তিদার। ২০১১ সালে কংগ্রেস আমলে ৫০ টাকা গ্যাসের দাম বাড়ায় স্মৃতি ইরানি টুইটে লিখেছিলেন, “৫০ টাকা গ্যাসের দাম বাড়ল। এবং এরা বলছে এরা নাকি সধারণ মানুষের সরকার। লজ্জা!” স্মৃতির এই টুইট তুলে ধরে তৃণমূল নেত্রী কাকলি ঘোষ দস্তিদার লেখেন, অপেক্ষায় আছি স্মৃতিজি এই বিষয়ে কিছু বলবেন। নাকি সেটা তিনি করবেন না কারণ মোদিজি কন অন্যায় করতে পারেন না? এমন জনপ্রতিনিধি জাতির জন্য লজ্জাজনক! যারা তুচ্ছ রাজনীতির বাইরে কিছুই জানেন না। তাদের সত্যিই আত্মদর্শন করা উচিত।

পাশাপাশি এই মূল্যবৃদ্ধির প্রতিবাদে শনিবার সাংবাদিক বৈঠক করে মোদি সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়। তিনি বলেন, “যেভাবে বিজেপি সরকার তেল ও গ্যাসের দাম বাড়াচ্ছে তা সাধারণ মানুষের জন্য অত্যন্ত সমস্যাজনক। এভাবে মূল্যবৃদ্ধি সমস্ত কিছুর দাম বাড়িয়ে চলেছে। মোদি সরকারের তরফে এভাবে মূল্যবৃদ্ধির তিব্র প্রতিবাদ জানাচ্ছি আমরা। এবং দেশবাসীর প্রতি মোদি সরকারের এহেন অমানবিকতার বিরুদ্ধে তৃণমূল প্রতিবাদ জারি রাখবে।”




Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...
Exit mobile version