Monday, November 24, 2025

ধেয়ে আসছে ‘অশনি’, রাজ্যে বৃষ্টি শুরু কবে?

Date:

Share post:

দক্ষিণ আন্দামান এবং দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের পার্শ্ববর্তী অঞ্চলে নিম্নচাপ তৈরি হয়েছে। হাওয়া অফিস সূত্রে খবর, রবিবার বিকেলের মধ্যে মধ্যে এই নিম্নচাপ (Heavy Rain) ঘূর্ণিঝড়ের রুপ নিতে পারে। বর্তমানে এর অভিমুখ উত্তর-পশ্চিম দিকে রয়েছে। মৌসম ভবন ইতিমধ্যে উপকূলীয় মৎস্যজীবীদের জন্য সতর্কতা জারি করেছে। সতর্ক রয়েছে নবান্নও। বাংলায় কতটা প্রভাব ফেলতে পারে এই ঘূর্ণিঝড়?

দক্ষিণ আন্দামান সাগরে তৈরী এই ঘূর্ণাবর্ত বর্তমানে রয়েছে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে। রবিবার বিকেলেই তা ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, এই ঝড়ের অভিমুখ অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশার দিকে। তবে ১০ মে পর এই ঘূর্ণিঝড়ের মুখ ওড়িশার দিকে ঘুরে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। যার প্রভাব পড়তে পারে বঙ্গীয় উপকূলেও। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের মৎস্যজীবীদের ১০ তারিখ থেকে সমুদ্রে যেতে বারণ করা হয়েছে। ১১ তারিখ থেকে ১৩ তারিখ পর্যন্ত পশ্চিমবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে বলে খবর হাওয়া অফিস সূত্রে। বিশেষ করে উপকূলীয় জেলাগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আগামীকাল বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা এবং ১০ তারিখ থেকে ঝড় বৃষ্টি বাড়বে। পাশাপাশি বৃষ্টির কারণে আগামী ৪৮ ঘন্টা পর থেকে দক্ষিণবঙ্গের তাপমাত্রাও কিছুটা কমবে। অন্যদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী ৪৮ ঘন্টা উপরের ৫ টি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে।

আমফান, যশের বিপর্যয় থেকে শিক্ষা নিয়ে এবার আগেভাগে চূড়ান্ত পর্যায়ে সর্তকতা নিচ্ছে রাজ্য সরকার। রাজ্য প্রশাসনের শীর্ষস্তর থেকে সম্ভাব্য বিপর্যয় মোকাবিলায় জেলা প্রশাসনকে একগুচ্ছ নির্দেশিকা দেওয়া হয়েছে। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। পাশাপশি পর্যাপ্ত ত্রাণের ব্যবস্থা রাখতে বলা হয়েছে। বিপর্যয় মোকাবিলা দল, এনডিআরএফ-কেও প্রস্তুত থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে নিচু এলাকা থেকে মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে আসতে ফ্লাড সেন্টারগুলিকেও প্রস্তুত রাখা হচ্ছে। এ-ছাড়া কয়েকটি স্কুলবাড়িকে অস্থায়ী আস্তানা হিসেবে তৈরি রাখছে প্রশাসন। নিচু এলাকা থেকে মানুষজনদের সরিয়ে আনার উদ্যোগ নেওয়া হচ্ছে। বিশেষ করে সুন্দরবন অঞ্চলে।

আরও পড়ুন- প্রতিবেশীকে ভয় দেখাতে মাওবাদী পোস্টার! গ্রেফতার অভিযুক্ত

spot_img

Related articles

কসবার হোটেলে রহস্যমৃত্যুর তদন্তে নয়া মোড়, মৃতের পাকস্থলীতে কী? জানাল লালবাজার

কসবার হোটেলে (Kasba Hotel) খুনের (Murder) ঘটনায় তদন্তে নয়া মোড়। মৃত আদর্শ লোসাল্কার পাকস্থলীতে মিলেছে অ্যালকোহল (Alcohol)। সোমবাপ...

অস্বাভাবিক কাজের চাপ! প্রতিবাদে সিইও দফতর অভিযান-অবস্থান BLO অধিকার রক্ষা কমিটির, উত্তপ্ত রাজপথ

অস্বাভাবিক কাজের চাপ! মাথার উপর সর্বক্ষণ ঝুলছে কমিশনের (Election Commission)  খাঁড়া! শারীরিক অসুস্থতাতেও রেহাই মিলছে না। সব মিলিয়ে...

স্কুল থেকে বাড়ি ফেরা হল না! উলুবেড়িয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পুলকার, মৃত ৩ পড়ুয়া

প্রতিদিন যে সময়ে স্কুল থেকে বাড়ি ফেরে পড়ুয়ারা, সেরকমই অপেক্ষা করছিল তাদের পরিবার। কিন্তু সোমবার বাড়ি ফিরল না...

চুক্তিভিত্তিক কর্মীতে আপত্তি কীসের, কেন বেসরকারি আবাসনে ভোট গ্রহণ? প্রশ্ন তুলে জ্ঞানেশ কুমারকে ফের কড়া চিঠি মুখ্যমন্ত্রীর

জাতীয় নির্বাচন কমিশনের (Election Commission) কাজে অসন্তোষ প্রকাশ করে ফের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে (Gyanesh Kumar) কড়া...