Saturday, November 15, 2025

হাইকোর্টের নির্দেশে এইমসের  বিশেষজ্ঞের সামনে কমান্ড হাসপাতালে অর্জুনের দেহের ময়না তদন্ত চলছে

Date:

শনিবার সকালে হাইকোর্টের নির্দেশ মেনে কড়া পুলিশি প্রহরায় ময়না তদন্ত শুরু হল অর্জুন চৌরসিয়ার দেহের। শুক্রবার সকালে কাশীপুরের বাসিন্দা অর্জুনের অস্বাভাবিক মৃত্যু হয়। মৃতের পরিবারের দাবি মেনে গতকালই আদালত নির্দেশ দিয়েছিল আরজিকরে নয়। অর্জুনের ময়নাতদন্ত হবে কমান্ড হাসপাতালে। সেই নির্দেশ অনুযায়ী শনিবার সকালে এই প্রক্রিয়া শুরু হল। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছিল ময়নাতদন্তের সময় এইমস-এর চিকিৎসক, আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের ফরেন্সিক সায়েন্স বিভাগের বিভাগীয় প্রধান উপস্থিতিতে ময়নাতদন্ত হবে গোটা ময়নাতদন্ত প্রক্রিয়ার ভিডিওগ্রাফিরও নির্দেশ দিয়েছে আদালত৷ দক্ষিণ চব্বিশ পরগণার মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ময়নাতদন্ত হবে৷

আরজি কর হাসপাতাল থেকে যাতে অর্জুন চৌরসিয়ার দেহ নির্বিঘ্নে কম্যান্ড হাসপাতালে পৌঁছতে পারে তা নিশ্চিত করতে আদালত নির্দেশ দিয়েছিল কলকাতার পুলিশ কমিশনারকে। পাশাপাশি নিহতের নিরাপত্তার ব্যবস্থা করতেও পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে৷ যত দ্রুত সম্ভব ময়নাতদন্তের নির্দেশ দিয়েছে আদালত। সেই অনুযায়ী শনিবার সকালে কড়া পুলিশি প্রহরায় গ্রিন করিডোর করে আর জি কর হাসপাতাল থেকে অর্জুনের দেহ নিয়ে আসা হয় কমান্ড হাসপাতালে। ময়না তদন্ত প্রক্রিয়া চলাকালীন হাসপাতালের সামনে কোনও অপরিচিতকেই ভিড় করতে দেওয়া হবে না। কোনোভাবেই যাতে কোনো বিশৃংখল পরিস্থিতির সৃষ্টি না হয় সে ব্যাপারে সতর্ক রয়েছে পুলিশ। আদালত জানিয়েছে ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার পরেই তদন্ত প্রক্রিয়া কোন পথে এগোবে তা নিয়ে সিদ্ধান্ত হবে।

Related articles

চতুর্থ বিবাহবার্ষিকীতে কন্যা সন্তানের বাবা-মা রাজকুমার-পত্রলেখা, শুভেচ্ছা বলিউডের

শনিবারে সকালে এল সুখবর। বলিউডে রাজকন্যার আগমনের খবর ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। অভিনেতা রাজকুমার রাও (Rajkummar Rao) এবং...

ফের রবিবার বন্ধ বিদ্যাসাগর সেতু! কোন পথে যান চলাচল

রক্ষণাবেক্ষণের জন্য রবিবার আবার বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু (Vidyasagar Bridge)। বিকল্পপথে যান চলাচলের বিজ্ঞপ্তি দিল কলকাতা পুলিশ (Kolkata...

এজরা স্ট্রিটে বিধ্বংসী অগ্নিকাণ্ড! বেআইনি নির্মাণে কড়া পদক্ষেপ: জানালেন মেয়র, নিয়ম মেনে ব্যবসার বার্তা সুজিতের

সাতসকালে বিধ্বংসী অগ্নিকাণ্ড বড়বাজারের (Barobazar) এজরা স্ট্রিটের ইলেকট্রিক সামগ্রীর দোকানে। দমকলের (Fire Brigade) ২০টি ইঞ্জিনের চেষ্টায় আগুন (Fire)...

ক্রমশ কাজের চাপ বাড়াচ্ছে কমিশন: জেলায় জেলায় বিক্ষোভে BLO-রা

নির্বাচনী এসআইআর প্রক্রিয়ায় সাধারণ নাগরিকদের যাতে লাইনে দাঁড়াতে না হয়, তার জন্য কমিশনের তরফে প্রতিনিধি বুথ লেভেল অফিসাররা...
Exit mobile version