Saturday, November 22, 2025

রোজগার চাই, কেন্দ্রের কমিটিতে জায়গা করে দিন”, শাহের কাছে আবদার “ধান্দাবাজ” রুদ্রনীলের

Date:

“আমি এখন বেকার। কোনও রোজগার নেই। টাকা দরকার। কাজের ব্যবস্থা করুন। কেন্দ্রীয় সরকারের ফিল্ম সহ বিভিন্ন কমিটির সঙ্গে আমাকে যুক্ত করুন।” গতকাল, শুক্রবার নিউটাউনের দলের রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন অমিত শাহ। তখনই হঠাৎ হল ভর্তি সকলের সামনে শাহের কাছে এমন আবদার করে বসেন অভিনেতা রুদ্রনীল ঘোষ। যা নিয়ে নিজের দলের লোকেদের কাছেই এবার হাসির খোরাক হলেন টলিউড অভিনেতা। শুধু তাই নয়, অমিত শাহের গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠকে নিজের জন্য অর্থ উপার্জনের এমন আবেদনে রাজ্য নেতারা বেশ বিরক্ত। অস্বস্তিতে পড়ে যান অমিত শাহও।

রুদ্রনীলের এমন ভূমিকায় আড়ালে-আবডালে দলের নেতারাই এবার তাঁকে “ধান্দাবাজ”, ”সুবিধাবাদী” বলতে শুরু করেছেন। যদিও অমিত শাহ রুদ্রনীলের এমন আবেদনে সাড়া তো দেননি, বরং অসন্তুষ্ট হয়েছেন বলে বিজেপি সূত্রে খবর। এমন লোকজনদের কেন সাংগঠনিক মিটিংয়ে ডাকা হয় বা রাখা হয়? তা নিয়ে গেরুয়া শিবিরের অন্দরেই প্রশ্ন উঠতে শুরু করেছে।

প্রসঙ্গত, রুদ্রনীল ঘোষ রাজ্য রাজনীতিতে “গিরগিটি” বলে পরিচিতি। বাম জমানায় ছিলেন বামফ্রন্টের সমর্থক। তৃণমূল জমানায় রাজ্য সরকারের একটি কমিটির মাথায় বসে লক্ষ লক্ষ টাকা বেতন নিয়েছেন। এরপর একুশের বিধানসভা নির্বাচনে আগে বিজেপি বাংলায় ক্ষমতায় আসার সম্ভাবনার কথা ভেবে আগেভাগে শুধু জার্সি বদলাননি, তিনি সরাসরি ভবানীপুরের মতো হাইভোল্টেজ কেন্দ্রে পদ্ম প্রতীকে ভোটে দাঁড়িয়ে পড়েন এবং বাকি অনেকের মতো গোহারা হারেন। রুদ্রনীলের দল বদলের স্বরূপ কারও অজানা নয়। বিজেপিও নেতারাও তা জানতেন। এবার অমিত শাহের কাছে সরাসরি কেন্দ্রের কমিটিতে ঢুকে টাকা রোজগারের আবদারে রুদ্রনীলের ধান্দাবাজির বিষয়টি আরও স্পষ্ট হল।

 

 

Related articles

রিল-রিয়েল একাকার! ‘লক্ষ্মীকান্তপুর লোকাল’-এ থানায় ছুটলেন মদন

একেই বোধহয় বলে, "ঢেঁকি স্বর্গে গিয়েও ধান ভাঙে"। "দাদা একটু আসুন, আপনি না এলে হবে না", "আমার নির্দোষ...

প্রিমিয়ারেই জমজমাট গৃহকর্মীদের রোজনামচার ‘লক্ষ্মীকান্তপুর লোকাল’

শর্মিষ্ঠা ঘোষ চক্রবর্তী ওঁরা রোজ আসেন, রোজ কাজ করেন, সমস্ত রকম নাগরিক স্বাচ্ছন্দ্যের পরিষেবা দেন। কিন্তু ওঁদের নিয়ে গল্প...

টেকনিশিয়ানদের টাকা বাকি রেখে কুৎসা রটাচ্ছেন রুদ্রনীল! তথ্য দিয়ে ধুয়ে দিলেন স্বরূপ

নিজে টাকা বাকি রেখে উল্টে ফেডারেশনের নামে সোশ্যাল মিডিয়ায় কুৎসা ছড়াচ্ছেন অভিনেতা রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh)! শুক্রবার সাংবাদিক...

কাজের চাপে শীতলকুচিতে মর্মান্তিক মৃত্যু বিএলও-র! পরিবারের পাশে রাজ্য

অতিরিক্ত কাজের চাপ এবং মানসিক অস্থিরতা—এই দুইয়ের মাঝেই শেষ হল শীতলকুচির বিএলও ললিত অধিকারীর জীবনযাত্রা। বেশ কয়েকদিন ধরেই...
Exit mobile version