Tuesday, August 26, 2025

DHFC: সোমবার থেকে প্রস্তুতি শুরু অভিষেকের ক্লাবের, দলের গোলকিপার কোচ হলেন অভ্র

Date:

সোমবার থেকে সল্টলেকের বিধাননগর পুরসভার মাঠে প্রস্তুতি শুরু করছে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) ক্লাব ডায়মন্ড হারবার এফসি (DHFC)। কোচ কৃষ্ণেন্দু রায়ের অধীনে প্রস্তুতি শুরু করছে ডিএইচএফসি। হেড কোচ কিবু ভিকুনা শহরে আসার আগেই প্রস্তুতিতে নেমে পড়ছে ডায়মন্ড হারবার এফসি।

কলকাতা লিগের প্রথম ডিভিশনে খেলবে দল। তার জন্য সোমবার বিকেল থেকে সল্টলেকের বিধাননগর মাঠে অনুশীলন শুরু করবে ডায়মন্ড হারবার এফসি। তার আগে দুপুরে ফুটবলারদের সঙ্গে একটি বৈঠকে বসবেন ক্লাব কর্তরা। তবে প্রথম দিন বল নিয়ে অনুশীলন হবে না। ফুটবলারদের সঙ্গে পরিচয় করবেন কোচ এবং সাপোর্ট স্টাফরা। তার পর ফুটবলারদের সঙ্গে কোচিং স্টাফের আলোচনায় ঠিক হবে, কীভাবে এগোবে কলকাতা লিগের জন্য দলের প্রস্তুতিপর্ব। শনিবার চূড়ান্ত হয়েছে দলের গোলকিপার কোচের নাম। ইস্টবেঙ্গলের প্রাক্তন গোলকিপার অভ্র মণ্ডল দলের গোলকিপিং কোচের দায়িত্ব সামলাবেন। স্পেন থেকে কিবু নিয়ে আসবেন ফিজিক্যাল ট্রেনারকে।

এই নিয়ে কোচ কৃষ্ণেন্দু বলেন, ‘‘কিবু সম্ভবত ১৫ মে বা তার পর শহরে আসবে। তার আগে আমরা খেলোয়াড়দের ফিটনেসের দিকে নজর দিতে চাই। তবে প্রতিদিন অনুশীলন হবে নাকি সপ্তাহে তিন-চার দিন করব, সেটা সোমবার খেলোয়াড়দের সঙ্গে আলোচনার পরই ঠিক করব। কথা বলব ক্লাব কর্তাদের সঙ্গেও।’’

১৬-১৭ জন ফুটবলার প্রথম দিন থাকবেন দলের প্রস্তুতি শুরুর দিন। বড় ক্লাব খেলা তীর্থঙ্কর সরকার, অভিষেক দাসের সঙ্গে ময়দানে পরিচিত মুখ ফুলচাঁদ হেমব্রম, গৌতম কুজুর, সন্দীপ পাত্ররা সই করেছেন দলে। সোমবার বাংলা দলের গোলকিপার প্রিয়ন্ত সিংয়ের সঙ্গে কথা হবে কর্তাদের। প্রিয়ন্ত চূড়ান্ত হলে তিনিই হবেন দলের এক নম্বর কিপার। জেলা ও ভিনরাজ্যের ফুটবলারদের রাখা হয়েছে শহরের একটি হোটেলে। কয়েক দিনের মধ্যে ব্যবস্থা হবে ক্লাবের নিজস্ব টিম বাসের।

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

 

 

Related articles

ট্রাম্পের ছোঁয়া পলকাটা হিরেতে! মোদির গুজরাটেই বেকার অন্তত ১ লক্ষ শ্রমিক

বন্ধুত্বের বাহানায় বিপুল ক্ষতির মুখে গোটা দেশকে ঠেলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে বন্ধু ডোনাল্ড ট্রাম্পের বসানো শুল্কের...

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...

রবি ঠাকুরের ‘কঙ্কাল’ থেকে ‘কনকচাপা’: পার্থর নাটক দেখতে ভিড় জিডি বিড়লা সভাঘরে

রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ভাণ্ডার অবলম্বনে একের পর এক নাটক তৈরি হয়েছে— শারদোৎসব, রাজা, ডাকঘর, অচলায়তন, ফাল্গুনী, রক্তকরবী আজও...
Exit mobile version