গানে গানে কবি-প্রণাম মুখ্যমন্ত্রীর

লড়াকু নেত্রী। বাগ্মী। একই সঙ্গে সাহিত্যচর্চা করেন। তারসঙ্গেই তিনি ভালবাসেন গান। গান রচনা থেকে সুর করা এমনকী গাইতেও পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। গানে গানে রবীন্দ্রজয়ন্তীতে (Rabindra Jayanti) দিনে শ্রদ্ধাজ্ঞাপন করলেন মুখ্যমন্ত্রী।

সোমবার ২৫ বৈশাখ উপলক্ষে রবীন্দ্র সদনে কবি স্মরণের আয়োজন করা হয়। সেখানে মন্ত্রী ইন্দ্রনীল সেনের (Indranil Sen) গাওয়া “দাঁড়িয়ে আছ তুমি আমার গানের ওপারে” গানের সঙ্গে গলা মেলান মুখ্যমন্ত্রী। তাঁকে গান শোনানোর আবেদন জানান ইন্দ্রনীল। সেই আবদার মেনেই গলা মিলিয়ে পুরো গানটাই গান মমতা। যেকোনও সময়ই রবীন্দ্র-গান, কবিতা চর্চা করেন মুখ্যমন্ত্রী। অনেক কবিতা-গানই তাঁর কণ্ঠস্থ।




Previous articleকাব্য চর্চায় নিরলস সাধনা: ‘কবিতা বিতান’-এর জন্য বাংলা আকাদেমি পুরস্কার মমতাকে
Next articleনোবেল-চুরি: তৃণমূলকে নিশানা রাহুলের, পাল্টা তোপ দাগলেন কুণাল