Sunday, November 16, 2025

জ্বালানির দাম আকাশছোঁয়া, উনুন-ঘুঁটে বিলি তৃণমূল কাউন্সিলরের

Date:

কেন্দ্রের নীতির ফলে আকাশছোঁয়া দাম জ্বালানির। রান্নার গ্যাসের (Gas) দাম মধ্যবিত্তের নাগালের বাইরে। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারকে বিদ্রুপ উত্তরপাড়া কোতরং পুরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সন্দীপ দাস (Sandip Das)। সোমবার, এলাকায় উনুন-ঘুঁটে বিলি করেন তিনি। বলেন, দাম বৃদ্ধির কারণে মানুষ গ্যাস কিনতে পারছেন না। মানুষ আবার পুরোনো দিনে ফিরছেন। মধ্যবিত্ত রান্নার গ্যাস কিনতে পারবে না, তাই ওয়ার্ডের মানুষের হাতে উনুন ও ঘুটে তুলে দেন।

রান্নার গ্যাসের দাম পৌঁছেছে ১০২৬টাকায়। সিঙ্গুর, হরিপাল, কামারকুন্ডু, আরামবাগ, চুঁচুড়া, চন্দননগর, শ্রীরামপুর, উত্তরপাড়া সর্বত্রই রান্নাঘরে আগুন। ফলে ফের মাটির উনুনে রান্না করছেন অনেকেই। মহিলাদের বক্তব্য, যেভাবে গত চার বছর ধরে প্রায় প্রতিদিন গ্যাস দাম বাড়ছে তাতে আর গ্যাসে রান্না সম্ভব নয়।

বহুকাল আগের দৃশ্য ধরা পড়ছে। বাড়ির ছেলেরা জঙ্গল থেকে কাঠ কুড়িয়ে নিয়ে এসে বাড়িতে জমা করছেন। মাটির উনুন আবার প্রলেপ পড়েছে। পাট কাঠি দিয়ে ভাত ফুটিয়ে দৈনন্দিন আহারের বন্দোবস্ত করতে হচ্ছে। এলপিজি (LPG) সিলিন্ডার-ওভেন মুড়ে ঘরের এক কোণে ঠাঁই পেয়েছ।

হরিপালের বিধায়ক করবী মান্না (Kabari Manna) জানিয়েছেন, যেভাবে লাগাতার পেট্রোপণ্যের দাম বাড়ছে, তার সঙ্গে পাল্লা দিয়ে অন্যান্য আনুষঙ্গিক জিনিসের দাম বেড়ে যাচ্ছে। চাষীরা নিজের ফসল বাজারে নিয়ে যেতে পারছেন না পরিবহনের খরচা বেড়ে যাওয়ায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার কেন্দ্রীয় সরকারের কাছে এ ব্যাপারে প্রতিবাদ জানিয়েছেন চিঠি লিখেছেন, দলের পক্ষ থেকে প্রায় প্রতিদিনই প্রতিবাদ সভা প্রতিবাদ মিছিল হচ্ছে। কিন্তু কোনো রকম কোনো হুঁশ নেই কেন্দ্রীয় সরকারের।

 

Related articles

পিচ বিতর্কে ইতি টানলেন গম্ভীর, হারের জন্য কোচের কাঠগড়ায় পন্থ-যশস্বীরাই

টেস্ট ক্রিকেটে ভারতের গম্ভীর সমস্যা অব্যাহত! ইডেন গার্ডেন্সে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৩০ রানে পরাজিত ভারত। কলকাতায় আসার পর...

ভিনগ্রহীদের খোঁজে সৌরজগতের সীমান্তে পাঠানো ভয়েজারের আয়ু শেষ! এরপর…

মহাকাশের বুকে ভেসে বেড়াচ্ছে মানুষের পাঠানো মহাকাশ-দূত, দেখা মিলল কি 'তাদের'! এক, দুই, তিন, চার করতে করতে প্রায়...

রামমোহনকে অপমান! নজিরবিহীন পদক্ষেপ দাবি বিজেপির শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে

বাংলায় তথা ভারতে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে যে মনীষীদের পথিকৃৎ হিসাবে দেখা হয়, তার প্রথম সারিতে নাম থাকে বাংলার...

গিলকে নিয়ে মাঠের বাইরে সংঘাত, কেমন আছেন ভারত অধিনায়ক?

পছন্দের পিচ বানিয়েও ইডেনে বুমেরাং হয়েছে ভারতের। হারের হতাশার মধ্যেই একরাশ আতঙ্ক ভারতীয় শিবিরে। কারণ দলের অধিনায়ক শুভমান...
Exit mobile version