Thursday, August 28, 2025

দেশে শিকড় ছড়াচ্ছে ডি-কোম্পানি: মুম্বইয়ে তল্লাশি NIA-এর, গ্রেফতার ছোটা শাকিলের শালা

Date:

বিদেশে বসেই ভারতে ফের আন্ডারওয়ার্ল্ডের(Under World) শিকড় মজবুত করতে শুরু করেছে ডি-কোম্পানি(D Company)। আত্মীয়-ঘনিষ্ঠদের দিয়ে তোলা হচ্ছে কোটি কোটি টাকা। যে টাকা হাওলার মাধ্যমে পৌঁছে যাচ্ছে সন্ত্রাসবাদী সংগঠনগুলির হাতে। সোমবার আইএসআইয়ের ছত্রছায়ায় থাকা দাউদ ইব্রাহিমের(Dawood Ibrahim) সঙ্গীদের খোঁজে মুম্বইয়ের ২০টি জায়গায় তল্লাশি অভিযান চালালো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ(NIA)।

জানা গিয়েছে, সোমবার মুম্বইয়ের সান্টাক্রুজ, নাগপদ, পরেল ও মালাড-সহ বেশ কয়েকটি জায়গায় অভিযান চালানো হয়েছে। তল্লাশি চলাকালীন আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের ঘনিষ্ঠ সেলিম ফ্রুট নামের এক ব্যক্তিকে মুম্বইয়ের বাড়ি থকে গ্রেফতার করেন গোয়েন্দারা। জানা গিয়েছে এই সেলিম দাউদ সহযোগী ছোটা শাকিলের শালা সেখান থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে। জারি রয়েছে তল্লাশি অভিযান।

আরও পড়ুন:প্রতিবন্ধী শিশু-সহ পরিবারকে বিমানে উঠতে বাধা, ইন্ডিগোর কর্তৃপক্ষের কাছে রিপোর্ট তলব কেন্দ্রীয় মন্ত্রীর

উল্লেখ্য, ১৯৯৩ সালে মুম্বই বিস্ফোরণের পর দেশ ছাড়ে দাউদ ইব্রাহিম। এরপর বিদেশ থেকেই আত্মীয় ঘনিষ্ঠদের সাহায্যে অন্ধকার দুনিয়ার রাশ সামলানো শুরু করে সে। পাশাপাশি পাক গুপ্তচর সংস্থা আইএসআইইয়ের ছত্রছায়ায় চলে আসে দাউদ। যদিও দাউদের বিরুদ্ধে পদক্ষেপ করতে কোনও কসুর করেনি ভারত। তাঁর বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র ও ইউএপিএ আইনে মামলা রুজু করা হয়েছে। একইসঙ্গে, দাউদের ভাই হাজী আনিস ওরফে আনিস ইব্রাহিম শেখ, ছোটা শকিল, জাভেদ পটেল ওরফে জাভেদ চিকনা, ইব্রাহিম মুস্তাক আবদুল রাজ্জাক মেমন ওরফে টাইগার মেমনর বিরুদ্ধেও একই ধারায় মামলা করা হয়েছে।




Related articles

আমাকে স্টেনগান-পাইপগান নিয়ে তাড়া করেছিল: গায়ে কাঁটা দেওয়া অভিজ্ঞতা শোনালেন তৃণমূল সভানেত্রী

তৃণমূল ছাত্র পরিষদ (TMCP) প্রতিষ্ঠা দিবস। আর বৃহস্পতিবার সেই সমাবেশে বক্তব্য রাখতে উঠে স্মৃতি মেদুর তৃণমূল (TMC) সুপ্রিমো...

এখনও চুপ মোদি! শুল্ক লাগুর পরেও ভারত নিয়ে কুকথা ট্রাম্পের পারিষদদের

পাকিস্তানের সঙ্গে সংঘাতের সময়ে বারবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন ভারত-পাকিস্তানের যুদ্ধ তিনি থামিয়েছিলেন। তখন চুপ করেছিলেন...

উৎসবের মরশুমে সতর্ক স্বাস্থ্য দফতর, মাতৃ ও শিশুমৃত্যু রুখতে কড়া নির্দেশ 

আলো ঝলমলে প্যান্ডেল, রোশনাই, ভিড়—শহর যখন মেতে ওঠে উৎসবের আবহে, ঠিক তখনই অন্য প্রান্তে দেখা যায় উদ্বেগের ছবি।...

সুপ্রিম কোর্টের শুনানিতে আশা আলো, ফিফার পর এএফসির চিঠি ফেডারেশনকে

বৃহস্পতিবার ভারতীয় ফুটবলপ্রেমীদের সব নজর ছিল সুপ্রিম কোর্টের দিকে। ভারতীয় ফুটবল নিয়ে যে অচলাবস্তা চলছে তার জল গড়িয়েছে...
Exit mobile version