Saturday, May 10, 2025

মাদক খাইয়ে তরুণীকে ধর্ষণ: মন্ত্রীপুত্রের কীর্তিতে চাঞ্চল্য রাজস্থানে

Date:

মাদক খাইয়ে তরুণীকে দিনের পর দিন ধর্ষণের অভিযোগ উঠল কংগ্রেস শাসিত রাজস্থানের(Rajsthan) এক মন্ত্রীর(Minister) ছেলের বিরুদ্ধে। বছর ২৩-এর এক তরুণীর অভিযোগের ভিত্তিতে রীতিমত অস্বস্তিতে রাজস্থানের কংগ্রেস সরকার। ইতিমধ্যেই গোটা ঘটনায় এফআইআর(FIR) দায়ের করেছে দিল্লি পুলিশ(Delhi Police)। শুরু হয়েছে তদন্ত। জানা গিয়েছে, অভিযুক্তের নাম রোহিত যোশি(Rohit Yoshi) যিনি রাজস্থানের মন্ত্রী মহেশ যোশির পুত্র।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই তরুণী পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন গত বছরের ৮ জানুয়ারি থেকে চলতি বছরের ১৭ এপ্রিলের মধ্যে তাঁকে একাধিক বার ধর্ষণ করেছে মন্ত্রীর ছেলে রোহিত যোশি। এমনকি তরুণীকে বিয়ের প্রতিশ্রুতিও দিয়েছিল সে। তরুণীর দাবি, গত বছর রাজস্থানের জনস্বাস্থ্য প্রকৌশলী মন্ত্রীর ছেলে রোহিতের সঙ্গে তাঁর আলাপ হয় ফেসবুকে। প্রথমবার তাঁরা জয়পুরে দেখা করেন। এরপর ২০২১ সালের ৮ জানুয়ারি তাঁকে সওয়াই মাধোপুরে আসতে বলে রোহিত। সেবারই তাঁর পানীয়তে মাদক মিশিয়ে দেয় রোহিত। পরদিন সকালে তাঁর নগ্ন ছবি ও ভিডিও দেখানো হয়। এবং ব্ল্যাকমেল করা হয়। দিল্লিতে ওই তরুণীর সঙ্গে একটি হোটেলে ওঠে তারা। সেখানে তরুণীকে বিয়ের প্রতিশ্রুতি দেয় রোহিত। দিও তারপর মদ খেয়ে তরুণীকে মারধর করে সে। তরুণীর অশ্লীল ভিডি তৈরি করে। তা ভাইরাল করে দেওয়ার হুমকি দেয়। গত বছরের ১১ আগস্টে তরুণী বুঝতে পারেন তিনি গর্ভবতী হয়ে পড়েছেন। যদিও রোহিত সন্তান চায়নি। ফলে সে ভ্রুণ নষ্ট করার ওষুধ খাওয়ানোর চেষ্টা করে। তবে তরুণী তা খাননি। ওই তরুণীর অভিযোগের ভিত্তিতে একাধিক ধারায় মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ। রাজস্থান পুলিশের সঙ্গে যৌথভাবে তদন্ত প্রক্রিয়া এগোনো হবে বলে জানিয়েছে দিল্লি পুলিশ।




Related articles

কাশ্মীর থেকে রাজস্থান, ২৬ জায়গায় পাক হামলা! পঞ্জাবে আহত ৩

রাত বাড়তেই ভারতের সীমান্তবর্তী একের পর এক জায়গায় হামলার চেষ্টা পাকিস্তানের। পাকিস্তানের ড্রোন হামলায় পঞ্জাবারে ফিরোজপুরে একই পরিবারের...

IMF-এর ঋণ জঙ্গি কার্যকলাপে ব্যবহার! পাকিস্তানকে সাহায্যের বিরোধিতা ভারতের

আন্তর্জাতিক সংস্থা থেকে দেশের উন্নয়নে যে অর্থ সাহায্য করা হয় তা পাকিস্তান রাষ্ট্রপরিচালিত সন্ত্রাসবাদের (cross border terrorism) পিছনে...

পাকিস্তান উপাসনার স্থানেই আঘাত করছে: উদাহরণ পেশ বিদেশ মন্ত্রকের

পাকিস্তান মদতপুষ্ট জঙ্গিরা পহেলগামে নির্দিষ্ট ধর্মীয় ক্ষেত্রে আঘাত করেছিল, যা ভারতের সাম্প্রদায়িক সম্প্রীতিকে ভাঙার একটি ব্যর্থ চেষ্টা বলে...

ভারত-পাক উত্তেজনায় কলকাতা বিমানবন্দরে হাই-অ্যালার্ট! বাতিল ছুটি, চলছে কড়া নজরদারি 

পহেলগামে জঙ্গিহামলার পর ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনা চরমে পৌঁছেছে। পাল্টা অভিযানে উত্তপ্ত হয়ে উঠেছে দুই দেশের পারস্পরিক সম্পর্ক। এমন...
Exit mobile version