Tuesday, August 26, 2025

একদিনের অসম সফরে কামাখ্যা মন্দিরে পুজো দেবেন অভিষেক, উদ্বোধন করবেন দলীয় দফতরের

Date:

একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূলের অভূতপূর্ব জয়ের পর দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে চব্বিশের লোকসভা নির্বাচনের আগে দেশের বিভিন্ন প্রান্তে দলীয় সংগঠন বাড়ানোই লক্ষ্য তৃণমূলের। ত্রিপুরা, মেঘালয়ের পর এবার তৃণমূলের লক্ষ্য উত্তর-পূর্ব ভারতের আরেক গুরুত্বপূর্ণ রাজ্য অসম।

এবার বিজেপি শাসিত অসমে পাড়ি দিচ্ছেন অভিষেক। লোকসভা ভোটের দু’বছর আগে থেকে অসমের মাটিতে সংগঠনকে মজবুত করার লক্ষ্য তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। সংগঠন এবং জোটের সম্ভাবনা নিয়ে আলোচনা সারতে আগামিকাল, বুধবার একদিনের সফরে অসম যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন:ইউটিউবারদের ঝেঁটিয়ে বিদায়! অনাহারে-অনাদরে ‘পাগলিনী’ রাণু 

তৃণমূলের তরফে অভিষেকের অসম সফরের সূচি ঘোষণা করা হয়েছে। সকালের বিমানে অসমে পৌছে অভিষেক বেলা ১২.১৫মিনিটে প্রথমে বিখ্যাত কামাখ্যা মন্দিরে পুজো দেবেন। ঠিক একঘন্টা পর দুপুর ১.১৫মিনিটে আইটিএ অডিটোরিয়ামে অসমের দলীয় নেতৃত্ব ও পার্টি কর্মীদের সঙ্গে সাংগঠনিক বৈঠক করবেন। রিপুন বোরাকে অসম তৃণমূলের সভাপতি করার পর এবার ঘর গোছানোর কাজ শুরু করতে চায় তৃণমূল। এই বৈঠক থেকেই রিপুন বোরা, সুস্মিতা দেবদের সেই কৌশল বলে দিতে পারেন অভিষেক। সবশেষে ৩.৩৫ মিনিটে অসম তৃণমূলের দলীয় কার্যালয়ের উদ্বোধন করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং ওইদিনই কলকাতায় ফিরে আসবেন।

প্রসঙ্গত, ২০১৬ সালে অসমে ক্ষমতা হারানোর পর উত্তর-পূর্বের এই বড় রাজ্যটিতে ক্রমশ ক্ষয়িষ্ণু হয়েছে কংগ্রেস। গত বিধানসভা নির্বাচনে এআইইউডিএফের সঙ্গে জোট করেও বিজেপিকে চ্যালেঞ্জ জানাতে পারেনি তারা। বর্তমানে বিরোধী কংগ্রেস বাংলার মতোই অসমেও নিশ্চিহ্ন হওয়ার পথে। সেই জায়গা থেকে হিমন্ত বিশ্বশর্মাদের চ্যালেঞ্জ জানাতে তৈরি হচ্ছে তৃণমূল। অভিষেক ঘুরে আসার পরই অসমে বিভিন্ন পার্টি থেকে তৃণমূলে যোগদান করানোর পর্ব শুরু হবে বলে আগেই জানিয়ে ছিলেন সাংসদ সুস্মিতা দেব।




Related articles

রবি ঠাকুরের ‘কঙ্কাল’ থেকে ‘কনকচাপা’: পার্থর নাটক দেখতে ভিড় জিডি বিড়লা সভাঘরে

রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ভাণ্ডার অবলম্বনে একের পর এক নাটক তৈরি হয়েছে— শারদোৎসব, রাজা, ডাকঘর, অচলায়তন, ফাল্গুনী, রক্তকরবী আজও...

২৮ অগাস্ট পরীক্ষা পিছিয়ে দেওয়ার আর্জি অধ্যক্ষদের, চিঠি মুখ্যমন্ত্রী -শিক্ষামন্ত্রীকেও

তৃণমূল ছাত্রপরিষদের (টিএমসিপি) প্রতিষ্ঠা দিবসকে ঘিরে ফের সরগরম হয়ে উঠল কলকাতা বিশ্ববিদ্যালয়। আগামী ২৮ অগাস্ট বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলিতে...

বদমেজাজি! আমার ছবি এমনিও হলে চলে না, অকপট স্বীকারক্তি অঞ্জন দত্তের 

অভিনেতা–পরিচালক অঞ্জন দত্তকে নিয়ে দীর্ঘদিন ধরেই রয়েছে নানা বিতর্ক। অনেকেই তাঁকে ‘ঠোঁটকাটা’ বা ‘বদমেজাজি’ আখ্যা দেন। তবে এ...

চাঞ্চল্যকর ঘটনা পূর্ব মেদিনীপুরে! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক

রোমহর্ষক ঘটনা! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক। ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে পূর্ব মেদিনীপুরের ভগবানপুর...
Exit mobile version