Tuesday, August 26, 2025

উত্তাল শ্রীলঙ্কা, আগুন ধরানো হল প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর বাড়িতে

Date:

ক্ষোভে ফুঁসছে শ্রীলঙ্কার জনতা। আগেই জ্বালানির সঙ্কটে বাজার অগ্নিমূল্য হয়ে উঠেছিল। এবার দেশজুড়ে  খাবার, ওষুধ ও জ্বালানির চরম অভাব দেখা দিয়েছে। এমতাবস্থায় জনরোষের মুখে পড়লেন প্রসিডেন্ট গোতাবায়া ও প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে। তাঁদের বাড়িতে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা। পালটা তাঁদের বাড়ির ভেতর থেকেও গুলি ছোঁড়া হয় বলে অভিযোগ। বিক্ষোভকারীদের হাত থেকে পদত্যাগী প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে এবং তাঁর সহকারীদের সুরক্ষা দিতে নামানো হয়।

আরও পড়ুন:জুনেই পাহাড়ে GTA নির্বাচন করতে চায় রাজ্য


সোমবারই প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন মাহিন্দা রাজাপক্ষে। তারপরও ছাড় নেই। প্রথমে বিক্ষোভের মুখে পড়েন শাসকদলের সাংসদ অমরকীর্তি আতুকোহালা। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে তাঁদের লক্ষ্য করে গুলি চালানোর পরেই সাংসদের মৃতদেহ পাওয়া যায়। এরপরও থেমে থাকেননি বিক্ষোভকারীরা। আরও এক সাংসদ এবং প্রাক্তন মন্ত্রীর বাড়িতে আগুন লাগিয়ে দেন শ্রীলঙ্কাবাসী। শ্রীলঙ্কার স্থানীয় সংবাদমাধ্যম মারফত প্রকাশ্যে আসা ভিডিয়োতে মাউন্ট লাফিনিয়ায় দেশের প্রাক্তন মন্ত্রী জনসন ফার্নান্ডোর বাড়ি জ্বলতে দেখা গিয়েছে।


শুধু তাই নয় অগ্নিসংযোগের ঘটনা ঘটে দ্বীপরাষ্ট্রের প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে এবং সদ্য প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়া মাহিন্দা রাজাপক্ষের পৈতৃক বাড়িতে অগ্নিসংযোগ ঘটান বিক্ষোভকারীরা।অভিযোগ,প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষের সরকারি আবাসন থেকে গুলিবর্ষণ করা হয় বিক্ষোভকারীদের উপর। বিক্ষোভকারীরা প্রথমে মূল ফটক ভেঙ্গে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন ধরিয়ে দেন।এছাড়াও উত্তেজিও জনতা হামলা চালান শাসকদলের সাংসদ প্রসন্ন রণতুঙ্গা, প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী চান্না জয়াসুমন, অরুন্ডিকা ফরনান্দ-সহ বেশ কয়েকজনের বাড়িতে। সূত্রের খবর, গতকাল রাজধানী কলম্বোয় শান্তিপূর্ণ প্রতিবাদীদের উপর চড়াও হয় শাসকদলের সমর্থকরা। তারপরই হামলা শুরু হয় শাসকদলের নেতাদের বাড়িতে।


এদিকে শ্রীলঙ্কার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছি আমেরিকা। গতকাল মার্কিন বিদেশ দফতরের তরফে জানাও হয়েছে, দেশটির পরিস্থিতির উপর নজর রাখছে তারা। রাজাপক্ষেদের উত্থান শ্রীলঙ্কার রাজনীতিতে একটি নতুন যুগের সূচনা করেছিল। যেখানে সিংহলি জাতীয়তাবাদ তার চূড়ান্ত আধিপত্যের জায়গায় রয়েছে। কিন্তু আর্থিক সংকট রাতারাতি শ্রীলঙ্কাবাসীকে রাজাপক্ষেদের বিরুদ্ধে পথে নামিয়ে দিয়েছে।

Related articles

বদমেজাজি! আমার ছবি এমনিও হলে চলে না, অকপট স্বীকারক্তি অঞ্জন দত্তের 

অভিনেতা–পরিচালক অঞ্জন দত্তকে নিয়ে দীর্ঘদিন ধরেই রয়েছে নানা বিতর্ক। অনেকেই তাঁকে ‘ঠোঁটকাটা’ বা ‘বদমেজাজি’ আখ্যা দেন। তবে এ...

চাঞ্চল্যকর ঘটনা পূর্ব মেদিনীপুরে! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক

রোমহর্ষক ঘটনা! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক। ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে পূর্ব মেদিনীপুরের ভগবানপুর...

একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস! মঙ্গলে জেলা সফরে বর্ধমানে মুখ্যমন্ত্রী

আগামিকাল, মঙ্গলবার বর্ধমানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা সফর ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতিমধ্যেই সাজিয়ে তোলা হয়েছে...

বিদ্যাপতি সেতুর সংস্কার শুরু, ধাপে ধাপে সরানো হবে দোকান

শিয়ালদহ ফ্লাইওভার বা বিদ্যাপতি সেতুর সংস্কার কাজ শুরু করতে চলেছে কেএমডিএ। তার আগে সেতুর নীচে গড়ে ওঠা দোকানগুলিকে...
Exit mobile version