Thursday, August 28, 2025

শাহ ঘুরে যেতেই রাজ্য বিজেপিতে দিলীপকে কোণঠাসা করার প্রক্রিয়া শুরু সুকান্ত-শুভেন্দু গোষ্ঠীর

Date:

Share post:

বঙ্গ বিজেপির মুষল পর্ব অব্যাহত। অমিত শাহ দু’দিনের রাজ্য সফরে এসে সাংগঠনিক বৈঠক করার পর গোষ্ঠিদ্বন্দ্ব তো কমলই না, বরং তা আরও বেড়ে গিয়েছে। গেরুয়া শিবিরের অন্দরে প্রবাহমান ঘটনার গতিপ্রকৃতি সেই ইঙ্গিতই দিচ্ছে।

দু’দিনের রাজ্য সফরে এসে সরকারি হোক কিংবা দলীয় কর্মসূচি, সর্বত্রই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ছায়াসঙ্গী ছিলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এমনকি, সৌরভের বাড়িতে নৈশভোজেও বাকিরা থাকলেও ছিলেন না দিলীপবাবু। অর্থাৎ, গোটা শাহ সফরে ব্রাত্য ছিলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি। শুধু তাই নয়, বিজেপি সূত্রে খবর নিউটাউনের বৈঠকে সুকান্ত ও শুভেন্দুকে নাকি রাজ্য সংগঠনে বাড়িতে দায়িত্ব দিয়েছেন অমিত শাহ।

শাহ রাজ্য থেকে ঘুরে যাওয়ার পর বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষকে আরও একঘরে করার প্রক্রিয়া শুরু করেছে সুকান্ত-শুভেন্দু লবি। খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে, দিলীপকে গুরুত্বহীন করার ছক দিল্লির নেতাদের নয় তো? আবার দিল্লির নেতাদের কান ভাঙিয়ে দিলীপকে কোণঠাসা করতে বড় ভূমিকা সুকান্ত-শুভেন্দুদেরও হতে পারে বলে মনে করছেন দিলীপ গোষ্ঠীর নেতারা।

আরও পড়ুন:ফের শিরোনামে পঞ্জশির, তাজিক যোদ্ধার হামলায় মৃত ২১ তালিবান জঙ্গি

বঙ্গ বিজেপির বিক্ষুব্ধ শিবিরের অভিযোগ, রাজ্য সাধারণ সম্পাদক (সংগঠন) অমিতাভ চক্রবর্তীর নির্দেশেই সব কিছু করা হচ্ছে। দিলীপ ঘোষকে একঘরে করার চেষ্টা করছেন সুকান্ত-শুভেন্দু-অমিতাভ জুটি। সাম্প্রতিক কয়েকটি ঘটনার উদাহরণ দিলে বিষয়টি আরও স্পষ্ট হতে পারে।

গতকাল, সোমবার ২৫ শে বৈশাখ রবীন্দ্রনাথের জন্মজয়ন্তী উপলক্ষ্যে রাজ্য দফতর, জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে গিয়ে কবিগুরুকে শ্রদ্ধা জানিয়েছেন দিলীপ ঘোষ। সেই ছবি নিজের ফেসবুকেও পোস্ট করেছেন দিলীপবাবু। কিন্তু বিজেপি ওয়েস্ট বেঙ্গল-এর ফেসবুক পেজে নেই দলের সর্বভারতীয় সহ-সভাপতির কবিপ্রণামের ছবি। কিন্তু উত্তরবঙ্গের বালুরঘাটে কবিগুরুকে শ্রদ্ধা জানানোর রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের ছবি অমিতাভ চক্রবর্তী সোশ্যাল মিডিয়ায় দিয়েছেন।

তারও আগে গত শুক্রবার কাশীপুরে বিজেপি যুবমোর্চা নেতার অর্জুন চৌরাসিয়ার মৃত্যুর দিন ঘটনাস্থলে গিয়েছিলেন দিলীপ ঘোষ। কিন্তু তাঁকে বিশেষ পাত্তা দেয়নি ক্ষমতাসীন গোষ্ঠীর নেতারা। দিলীপ ঘোষের পাশে শুধু ছিলেন বিক্ষুব্ধ নেতা রীতেশ তিওয়ারি। জানা গিয়েছে, রীতেশের কাছে ক্ষোভের কথা শেয়ার করেছেন দিলীপবাবু। শুধু তাই নয়, হুগলির চুঁচুড়ায় দলের মিছিলে সুকান্ত-দিলীপ-লকেট একসঙ্গে হাঁটেন। সেক্ষেত্রেও অমিতাভ শুধু সুকান্তর ছবি দিয়েছিলেন। দিলীপ ও লকেটের ছবি দেননি।

সবমিলিয়ে গেরুয়া শিবিরের অন্দরে জোর চর্চা সুকান্ত-শুভেন্দু-অমিতাভ লবি ক্রমশ কোণঠাসা করছে দিলীপ ঘোষকে। অমিত শাহ রাজ্য ঘুরে যাওয়ার পরেও বিষয়টি থামেনি বরং বেড়েছে। খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, দিলীপকে গুরুত্বহীন করার পিছনে দিল্লি নেতৃত্বের হাত নেই তো?




spot_img

Related articles

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...

সুখবর! পুজোর আগে পার্ট টাইম কর্মীদের বেতন বাড়াল রাজ্য 

পুজোর আগে রাজ্যের আংশিক সময়ের কর্মীদের জন্য বড় সুখবর দিল নবান্ন। বিভিন্ন দফতর ও সরকার অধীনস্থ সংস্থায় কর্মরত...