Wednesday, December 3, 2025

New Friends colony:রাজধানীতে ফের উচ্ছেদ অভিযান, এবার নিউ ফ্রেন্ডস কলোনিতে বুলডোজার

Date:

Share post:

একের পর এক উচ্ছেদ অভিযান ঘিরে শিরোনামে রাজধানী দিল্লি(Delhi)। শাহিনবাগের (Shaheen Bagh)ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার দিল্লির আরও এক এলাকায় উচ্ছেদ অভিযান। এর আগে জাহাঙ্গিরপুরীর ঘটনার স্মৃতি এখনও টাটকা। এর মাঝেই আবার নতুন করে উচ্ছেদ অভিযানে নেমে বিতর্কে জড়াল দিল্লির একাধিক পুরসভা। এবার বুলডোজার পৌঁছে গেল নিউ ফ্রেন্ডস কলোনিতে।

সূত্র বলছে আজ মঙ্গলবার গুরুদ্বারা রোডের নিউ ফ্রেন্ডস কলোনিতে (New friends Colony) বুলডোজার নিয়ে পৌঁছে যায় দক্ষিণ দিল্লি পুরনিগম। মূলত নিউ ফ্রেন্ডস কলোনির কাছে অবৈধ দোকানঘর ভাঙতে এই উদ্যোগ নেওয়া হয়েছিল বলে পুরনিগমের তরফ থেকে বলা হয়েছে। এর আগে সোমবার শাহিনবাগে বেআইনি নির্মাণ ভাঙতে গিয়ে স্থানীয় এবং রাজনৈতিক নেতাদের বাধার মুখোমুখি হয় পুরসভার কর্মীরা। পরিস্থিতি হাতের বাইরে যাওয়ার আগেই তাঁরা উচ্ছেদ অভিযান বন্ধ করে ফিরে যেতে বাধ্য হন। এবার গুরুদ্বারা রোডের নিউ ফ্রেন্ডস কলোনি। বৌদ্ধ ধর্ম টেম্পল, গুরুদ্বারা রোড এবং নিউ ফ্রেন্ডস কলোনির বেআইনি নির্মাণ ভেঙে ফেলাই দক্ষিণ দিল্লি পুরসভার উদ্দেশ্য, এমনটাই জানিয়েছে এসডিএমসি কর্তৃপক্ষ (South Delhi Municipal Corporation)। তাঁরা জানিয়েছেন দক্ষিণ দিল্লি পৌরনিগম এলাকার (South Delhi Municipal area)অন্তর্গত যে সব স্থানে অবৈধ যেসব নির্মাণ রয়েছে সেগুলি প্রশাসনের নিয়ম মেনে ভেঙে ফেলার কাজ শুরু হয়েছে এবং এই কাজ আগামীতেও চলবে বলে জানান এসডিএমসি-র (SDMC)সেন্ট্রাল জোন চেয়ারম্যান রাজপাল সিং। এই তালিকায় রয়েছে নিউ ফ্রেন্ডস কলোনির নাম ।

চৌকাঠ পেরোনোর অধিকার নেই দেশের ৪৪ শতাংশ মহিলার: দাবি কেন্দ্রের রিপোর্টে

এর আগে সোমবার দক্ষিণ দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশন (SDMC) উচ্ছেদ অভিযান ঘিরে ফের উত্তপ্ত হয়ে ওঠে দিল্লির শাহিনবাগ। বেআইনি বাড়ি ভাঙতে সোমবার, বুলডোজার নিয়ে হাজির হন দিল্লি (Delhi) মিউনিসিপ্যাল কর্পোরেশনের আধিকারিকরা। বাধা দিয়ে প্রতিবাদে অবস্থানে বসেন বাসিন্দারা। শামিল হন স্থানীয় আম আদমি পার্টির বিধায়ক আমানতউল্লাহ খান। ঘটনাস্থলে উপস্থিত হন কংগ্রেস কর্মীরাও। এলাকায় কোনও বেআইনি নির্মাণ নেই বলে দাবি করেন স্থানীয়রা। ফলে উচ্ছেদ অভিযান ঘিরে সকাল থেকে শাহিনবাগের উত্তেজনা ছড়ায়। এরপর আপ বিধায়ক আমানাতুল্লাহ খানের (AAP MLA Amanatullah Khan)বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। এই ঘটনার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ফের উচ্ছেদ অভিযান গুরুদ্বারা রোডের নিউ ফ্রেন্ডস কলোনিতে।



spot_img

Related articles

রাজ্যে ফের পারদ পতন! বুধে নিম্নমুখী তাপমাত্রা 

পশ্চিমী ঝঞ্ঝা আর ঘূর্ণিঝড় শীতের ইনিংসের সাময়িক বাধা দিলেও হাওয়া অফিসের (Weather Department) পূর্বাভাস মতোই বুধবার থেকে তাপমাত্রার...

দিল্লি নয়, সোনালিকে বীরভূমে ফেরানোর সুপ্রিম নির্দেশ! কেন্দ্রের ভূমিকা নিয়ে প্রশ্ন শীর্ষ আদালতের

সুপ্রিম কোর্টে সোনালি বিবি (Sonali Bibi Case in Supreme Court) মামলায় বড় নির্দেশ দিলেন প্রধান বিচারপতি সূর্যকান্ত।সোনালি খাতুন...

আজ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম একাদশে এক্সপেরিমেন্টের পথে গম্ভীর! 

ঘরের মাটিতে প্রোটিয়াদের কাছে টেস্ট সিরিজের চুনকাম হওয়ার পর প্রথম একদিনের ম্যাচে (Ind vs SA) রো-কো (Rohit Sharma-...

আজ ৩২ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলার রায় দেবে আদালত 

নবম দশম-একাদশ দ্বাদশের পর এবার প্রাথমিকের ৩২ হাজার শিক্ষকের (Primary school teachers) ভবিষ্যৎ কী হতে চলেছে, উত্তর মিলবে...