Tuesday, August 26, 2025

Mahatma Gandhi: স্বাধীনতার ৭৫ বছরে নিলামে উঠতে চলেছে মহাত্মা গান্ধীর চশমা-খড়ম

Date:

নিলামে (Auction) উঠছে মহাত্মা গান্ধীর (Mahatma Gandhi)ব্যবহৃত জিনিস, দাম উঠতে পারে ৫ কোটির বেশি, এমনটাই মনে করছেন নিলামকারী সংস্থা।

মহাত্মা গান্ধীর ব্যবহৃত কোন জিনিস নেই তার মূল্য অপরিসীম। এ ঘটনার প্রমাণ মিলেছে আগেও। ২০২০ সালে গান্ধীর  ব্যবহৃত একটি চশমা আড়াই কোটি টাকায় (2.5crore) বিক্রি করেছিল ইংল্যান্ডের ‘ইস্ট ব্রিস্টল অকশানস’ (East Bristol Auctions) নামক সংস্থা। এবার তাঁরাই মহাত্মা গান্ধীর (Mahatma Gandhi)স্মৃতি-বিজড়িত কিছু জিনিস নিলাম করতে চাইছেন। নিলাম সংস্থার তরফ থেকে বলা হয়েছে যে আগামী ২১ মে পর্যন্ত অনলাইনে নিলাম (Online Auction) চালু থাকবে। চাইলে কেউ অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিলাম সংস্থার ব্রিস্টল দফতরে এসে জিনিসগুলি দেখেও যেতে পারেন।

কোন কোন জিনিস থাকছে এবারের নিলাম তালিকায়?

‘ইস্ট ব্রিস্টল অকশানস’ (East Bristol Auctions) এর পক্ষ থেকে বলা হয়েছে, এবারের নিলামে মহাত্মা গান্ধীর ব্যবহার করা কিছু পরিধান, নিজের হাতে লেখা কিছু চিঠি আর ছবি থাকছে, যার ঐতিহাসিক মূল্য অপরিসীম।

What’s app: হোয়াটস অ্যাপ এর নতুন চমক!  গ্রুপে থাকতে পারবেন ৫১২ জন

মহাত্মা গান্ধীর ব্যবহৃত দু’টি চশমা, তাঁর নিজের হাতে বোনা দু’টুকরো খদ্দরের কাপড়, খড়ম, তাঁর ব্যবহার করা একটি কালির দোয়াত এবং নিজের লেখা বেশ কয়েকটি চিঠি। বেশ কয়েকটি ছবিও রয়েছে এই নিলামে, যার মধ্যে একটি সম্ভবত মোহনদাস করমচাঁদ গান্ধীর জীবদ্দশায় তোলা শেষ ছবি। ১৯৪৭-এর কোনও সময়ে দিল্লির বিড়লা হাউসে (Birla House in Delhi) তাঁর ব্যক্তিগত চিকিৎসক এই ছবিটি তুলেছিলেন বলে দাবি করছে নিলাম সংস্থা। সাদা-কালো এই ছবিতে দেখা যাচ্ছে মাথায় টুপি পরে বসে আছেন মহাত্মা গান্ধী (Mahatma Gandhi)।

নিলাম সংস্থা ‘ইস্ট ব্রিস্টল অকশানস’ (East Bristol Auctions)এর তরফ থেকে বলা হয়েছে এইসব জিনিস নিলামে পাঁচ কোটিরও বেশি মূল্য এনে দিতে পারে বলে তাঁরা মনে করছেন।



Related articles

বদমেজাজি! আমার ছবি এমনিও হলে চলে না, অকপট স্বীকারক্তি অঞ্জন দত্তের 

অভিনেতা–পরিচালক অঞ্জন দত্তকে নিয়ে দীর্ঘদিন ধরেই রয়েছে নানা বিতর্ক। অনেকেই তাঁকে ‘ঠোঁটকাটা’ বা ‘বদমেজাজি’ আখ্যা দেন। তবে এ...

চাঞ্চল্যকর ঘটনা পূর্ব মেদিনীপুরে! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক

রোমহর্ষক ঘটনা! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক। ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে পূর্ব মেদিনীপুরের ভগবানপুর...

একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস! মঙ্গলে জেলা সফরে বর্ধমানে মুখ্যমন্ত্রী

আগামিকাল, মঙ্গলবার বর্ধমানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা সফর ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতিমধ্যেই সাজিয়ে তোলা হয়েছে...

বিদ্যাপতি সেতুর সংস্কার শুরু, ধাপে ধাপে সরানো হবে দোকান

শিয়ালদহ ফ্লাইওভার বা বিদ্যাপতি সেতুর সংস্কার কাজ শুরু করতে চলেছে কেএমডিএ। তার আগে সেতুর নীচে গড়ে ওঠা দোকানগুলিকে...
Exit mobile version