নেপালে ভোট, তিন দিন বন্ধ সীমান্ত, ক্ষতির আশঙ্কায় ভারতীয় ব্যবসায়ীরা

আগামী ১৩ মে নেপালে পুরভোট। তাই বুধবার থেকে তিন দিনের জন্য বন্ধ করে দেওয়া হল ভারত-নেপাল সীমান্ত। এই তিন দিন পর্যটকদের আসা যাওয়া তো বন্ধ থাকবেই। সেই সঙ্গে সীমান্ত এলাকায় সবরকম বেচাকেনাও বন্ধ থাকবে। ফলে ক্ষতির আশঙ্কায় ভারতীয় ব্যবসায়ীরা।
শিলিগুড়ি হয়ে ভারত থেকে নেপালে প্রবেশের অন্যতম গুরুত্বপূর্ণ সীমান্ত পানিট্যাঙ্কি। শুধুমাত্র পশ্চিমবঙ্গই নয়, বিহার, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড রাজ্যের সঙ্গে নেপালের ব্যবসা-বাণিজ্যের লেনদেন এই সীমান্ত দিয়েই হয়।
পানিট্যাঙ্কি ব্যবসায়ী সমিতির তরফে জানানো হয়েছে, পানিট্যাঙ্কিতে নথিভুক্ত ১২১০ জন ব্যবসায়ী আছেন। পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ীর সংখ্যা প্রায় ২০০। এই সীমান্ত দিয়েই ভারত -নেপাল দু দেশের মধ্যে প্রতিদিন কয়েকশো পণ্যবোঝাই গাড়ি চলাচল করে। নেপালের বাসিন্দারাই মূলত এখান থেকে কেনাকাটা করতে আসেন। ব্যবসায়ীদের দাবি, স্বাভাবিক সময়ে নেপালের সঙ্গে দৈনিক প্রায় পাঁচ কোটি টাকার ব্যবসা হয়। কিন্তু এই তিন দিন বন্ধ থাকার জন্য বহু কোটি টাকার ক্ষতি হবে বলে ব্যবসায়ী মহল সূত্রে জানানো হয়েছে।

Previous articleদিল্লি নয়, অসমকে চালাবে অসমই: অভিষেক
Next article‘অশনি’ বিদায়ের আগেই ফের এক সামূদ্রিক ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দিল হাওয়া অফিস